Anupam Kher

ব্যাগে চরস! বিমানবন্দরে ধরা পড়েন অনুপম! ধরিয়ে দিতে কী করেছিলেন স্ত্রী কিরণ

অনুপম এমনিতে মাদকজাত দ্রব্য থেকে দূরে থাকেন। তবে এক বার নেশার ফাঁদে পড়ে কোন কাণ্ড ঘটান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৯:০৯
Share:

বিমানবন্দরে কী কাণ্ড ঘটান অনুপম এবং কিরণ? ছবি: সংগৃহীত।

প্রায় তিন দশকের কর্মজীবন অনুপম খেরের। এক বার বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ খের। তিনি নাকি অভিনেতাকে দেখিয়ে চিৎকার করে বলেন, ‘‘দেখুন, দেখুন, এই লোকটা ব্যাগে করে চরস নিয়ে যাচ্ছে!’’ কী হয়েছিল তখন?

Advertisement

অনুপম এমনিতে মাদকজাত দ্রব্য থেকে দূরে থাকেন। তবে ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’তে পড়ার সময় গঞ্জিকা সেবন করতেন, একবার ভাংও নাকি খেয়েছিলেন। তাতেই বিমানে চেপে উড়ে যাওয়ার অনুভূতি হয়েছিল তাঁর। অনুপমের কথায়, ‘‘যেই দুটো টান দিলাম গাঁজায়, আকাশে দেখছি বিমান উড়ে যাচ্ছে। তত ক্ষণ উড়ে যাচ্ছে যত ক্ষণ না পর্যন্ত আমার চোখ ছোট হয়ে আসছে। সেই দিনেই আমি যখন গাড়িতে বসি, তখন মনে হচ্ছিল গাড়ি নয়, রাস্তা দৌড়োচ্ছে।’’

যদিও গঞ্জিকা সেবনের থেকেও ভয়ঙ্কর কাণ্ড নাকি ঘটেছিল ভাং খেয়ে। অভিনেতার কথায়, ‘‘আমি ও আমার বন্ধুরা ড্রামা স্কুলের ছাদে দাঁডিয়ে ওয়ার্ডেনকে ধমক দিচ্ছি। বলছি, এখনই সেনা আসবে। তার পরেই হঠাৎ মনে হল, আমি মরে যাব। আমার বন্ধুদের কাছে কাকুতিমিনতি করি আমাকে বাঁচানোর জন্য।’’ দু’বারই নেশা করে যা অবস্থা হয়েছিল, তার পরে আর কখনও নেশা না করার প্রতিজ্ঞা করেন।

Advertisement

অনুপম আরও জানান, তিনি যেখানেই যান নিজের ব্যাগে সব সময় ধূপ সঙ্গে নিয়ে যান। এক বার সঙ্গে কিরণ ছিলেন। তখনও তাঁদের বিয়ে হয়নি। বিমানবন্দরে কিরণ সে বার মজার ছলে চিৎকার শুরু করে দেন, ‘‘দেখুন দেখুন, এই লোকটা চরস নিয়ে যাচ্ছে!’’ আমি সঙ্গে সঙ্গে ওকে বলি, ‘‘তোমার কথা শুনে এরা যদি আমাকে ধরে নিয়ে যায়, তোমার সঙ্গে বিয়ে ভেঙে দেব আমি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement