Anupam kher Kirron Kher

৪০ বছরের দাম্পত্য, কেন ক্যানসার আক্রান্ত স্ত্রী কিরণের সঙ্গে এক ঘরে থাকেন না অনুপম খের?

এত বছরের দাম্পত্য, কিন্তু একত্রে থাকেন না। কী কারণে ঘর আলাদা কিরণ-অনুপমের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:১০
Share:

কিরণ-অনুপম। ছবি: সংগৃহীত।

প্রায় পাঁচ বছর হল অভিনেত্রী-সাংসদ কিরণ খেরের দেহে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। বেশ কয়েক বছর চিকিৎসাধীন তিনি। এখন অনেকটা সুস্থ। কিন্তু স্বামী অনুপম খেরের ঘরে নাকি ঠাঁই নেই তাঁর!

Advertisement

আশির দশকে বলিউডে অভিনয়ের সফর শুরু করেন অনুপম। তিন বছর পর ১৯৮৫ সালে কিরণের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। অভিনেত্রীর প্রথম পক্ষের সন্তান সিকন্দরের বয়স তখন চার। দেখতে দেখতে একসঙ্গে ৪০ বছর পার করে ফেলেছেন দম্পতি। কিন্তু কিরণ ও তাঁর দাম্পত্য জীবন যে একেবারে ছবির মতো নিখুঁত, তেমনটা দাবি করেননি অনুপম। এত বছরের দাম্পত্য, তবু একত্রে বাস করেন না তাঁরা। ঘর আলাদা কিরণ-অনুপমের।

অনুপম জানান, এতগুলি বছরে যোগ্য সহধর্মিণী হওয়ার কর্তব্য পালন করেছেন কিরণ। কিন্তু তার পরও তাঁরা আলাদা ঘরে থাকেন। কারণ কিরণ নাকি কুসংস্কারাচ্ছন। অনুপমের কথায়, ‘‘ কিরণ অনেক কিছু মানে। অনেকাংশেই সংস্কারাচ্ছন্ন। আগে তো আরও বেশি ছিল। অনেক কমেছে এখন। তাই আমাদের সকলের ঘর আলাদা। ‘স্নানঘরের আলো বন্ধ করেছো’, ‘ঠিক মতো জল দিয়েছো’— এমন নানা প্রশ্ন করে ও। এটা আমার কাছে বড্ড বিরক্তিকর। কিন্তু এই ধরনের ঘটনা আমার মধ্যে হাস্যরসের উদ্রেক করত।’’ অনুপম স্পষ্ট জানান, তাঁর দাম্পত্য জীবন অনেক ওঠা পড়া দেখেছে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বই তাঁদের সম্পর্কের ভিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement