দাতা অনুপম

সম্প্রতি এ রকমই একটি সমস্যা সামনে থেকে দেখলেন অনুপম। এক বিমানবন্দর থেকে বেরোনোর সময় দুই তরুণ আলোকচিত্রী তাঁর ছবি তুলছিলেন।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০০:০১
Share:

অনুপম

দীপিকা পাড়ুকোন, বরুণ ধবন থেকে এষা গুপ্ত, কিয়ারা আডবাণী— এঁদের মধ্যে মিল কোথায়? এঁরা প্রত্যেকেই অনুপম খেরের অ্যাক্টিং স্কুল থেকে পাশ করেছেন এবং নিজের নিজের জায়গায় এখন সকলেই প্রতিষ্ঠিত। কিন্তু অ্যাক্টিং স্কুল মানেই তো বিরাট অঙ্কের মাস মাইনে! ততটা স্বচ্ছল যাঁরা নন, তাঁরা কী করবেন?

Advertisement

সম্প্রতি এ রকমই একটি সমস্যা সামনে থেকে দেখলেন অনুপম। এক বিমানবন্দর থেকে বেরোনোর সময় দুই তরুণ আলোকচিত্রী তাঁর ছবি তুলছিলেন। আলাপ জমে গেলে কথায় কথায় অনুপম জানতে পারেন, ওই দু’জনেরই ইচ্ছে কোনও ভাল অ্যাক্টিং স্কুলে ভর্তি হওয়ার। কিন্তু টাকাকড়ির অভাবে তাঁরা সেটা পেরে উঠছেন না। অনুপম সমস্যাটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন, যাতে ওই দুই আলোকচিত্রী পার্ট টাইম একটি কোর্স করতে পারেন তাঁর স্কুল থেকে। তার জন্য তাঁদের বিশেষ স্কলারশিপেরও ব্যবস্থা করেছেন অনুপম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement