ছবি: ইনস্টাগ্রাম।
মকর সংক্রান্তিতে জামাইকে ২৯০টি পদ খেতে দিয়ে হইচই ফেলেছিল অন্ধ্রপ্রদেশের এক পরিবার। তবে এ বার আরও এক কাঠি উপরে উঠে গেলেন অন্য এক শাশুড়ি। জামাইকে ১৩৭৪টি পদ রান্না করে খাওয়ালেন তিনি! ঘটনাচক্রে, সেই পরিবারও অন্ধ্রেরই। তারাও মকর সংক্রান্তি উপলক্ষে এলাহি ব্যবস্থা করেছিলেন জামাইয়ের জন্য। আর সেই আয়োজন দেখে হতবাক হয়ে গেলেন সেই জামাই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
অন্ধ্রপ্রদেশ জুড়ে রং, আচার-অনুষ্ঠান এবং বিভিন্ন খাবারদাবারের মাধ্যমে মকর সংক্রান্তি উদ্যাপিত হয়। তবে অন্ধ্রপ্রদেশের কয়েকটি অঞ্চলে এই উৎসব জামাইদের জন্য পালন করা হয়, যা স্থানীয় ভাবে ‘আল্লুদু’ নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের গোদাবরী, নরসিপত্তনম এবং গুন্টুরের মতো জেলাগুলিতে ‘আল্লুদু’র চল রয়েছে। তবে চলতি বছরের ‘আল্লুদু’ উদ্যাপনের বেশ কয়েকটি ভি়ডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
তার মধ্যে অন্ধ্রপ্রদেশের কোনাসীমা অঞ্চলের একটি পরিবার তাদের উদ্যাপনকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। নববিবাহিত দম্পতির জন্য ঐতিহ্যবাহী অভ্যর্থনা হিসাবে ১৩৭৪টি পদ দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে কোনাসীমার মামিদিকুদুরু মণ্ডলের আদুরু গ্রামের বিজ্জপু ভেঙ্কটরত্নমের বাড়িতে এসেছিলেন তাঁর কন্যা এবং জামাই। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটিই ছিল জামাই বোদ্দু সাই শরথের প্রথম মকর সংক্রান্তি। আর তাই মেয়ে কীর্তিশ্রী এবং জামাই শরথের জন্য রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ভেঙ্কটরত্নমের স্ত্রী সুশীলা। স্থানীয় রীতিনীতি মেনে জামাইয়ের জন্য ১৩৭৪টি ঐতিহ্যবাহী খাবার এবং মিষ্টি প্রস্তুত করেছিলেন তিনি। বিরিয়ানি, বার্গার থেকে ফলের রস, মিষ্টি— সবই ছিল মধ্যাহ্নভোজে। আর তা দেখে অবাক হয়ে যান শরথ। প্রচুর খাবার দেখে ভিরমি খাওয়ার অবস্থা হয় তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নবদম্পতিকে ১২টি প্রতীকী উপহারও দিয়েছিলেন ভেঙ্কটরত্নমের পরিবার।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এমও.অফ.এভিরিথিং’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো খাবার নষ্ট ছাড়া আর কিছু না। কত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর আপনারা এ সব করছেন!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জামাই কি ১৩৭৪টি পদই খেয়ে দেখেছে?’’