অদ্ভুত সানগ্লাসে ‘কান’-এ নজর কাড়লেন অনুরাগ কাশ্যপ

২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর টিম নিয়ে গামছা গলায় দিয়ে ‘কান’-এ পোজ দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেই ছবির থিমের সঙ্গে ম্যাচ করে। আর এ বার অনুরাগের থিম অদ্ভুত ধরনের চশমা। ইতিমধ্যেই আগামী ছবি ‘রামন রাঘব ২.০’ নিয়ে ‘কান’-এ পৌঁছে গিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ১৫:২২
Share:

২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর টিম নিয়ে গামছা গলায় দিয়ে ‘কান’-এ পোজ দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেই ছবির থিমের সঙ্গে ম্যাচ করে। আর এ বার অনুরাগের থিম অদ্ভুত ধরনের চশমা। ইতিমধ্যেই আগামী ছবি ‘রামন রাঘব ২.০’ নিয়ে ‘কান’-এ পৌঁছে গিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর এ বার এই ছবির থিমের সঙ্গে মিলিয়ে টিম রামন রাঘব পড়ল নতুন ধরনের এই চশমা। যে চশমা দেখে মনে হয় কেউ যেন সব সময় আপনাকে লক্ষ্য করছে।

Advertisement

সিরিয়াল কিলার রামন রাঘবের জীবনের ওপর ভিত্তি করেই তৈরি অনুরাগের এই ছবি। মূল ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘কান’-এ এই ছবির প্রিমিয়র স্ক্রিনিংয়ের পর সমালোচকদের প্রশংসা পেয়েছেন রামন রাঘব। পেয়েছেন স্ট্যান্ডিং ওভেশনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement