Anurag Kashyap

চিঠির জের? কৌশিকের পর এবার খুনের হুমকি পেলেন পরিচালক অনুরাগ কাশ্যপ

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুরাগের উদ্দেশে এক ব্যক্তি লেখেন,  কিছুদিন আগেই তিনি নিজের রাইফেল এবং শটগান পরিষ্কার করে রেখেছেন। অনুরাগের সঙ্গে সামনাসামনিহওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ১৭:০৮
Share:

পরিচালক অনুরাগ কাশ্যপ।

দেশ জুড়ে ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ এবং রামের নামে ‘উস্কানিমূলক রণহুঙ্কার’ বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের বিশিষ্ট নাগরিকদের একাংশ গত মঙ্গলবার একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট জনেদের অন্যতম অভিনেতা কৌশিক সেনকে গত বুধবার ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কৌশিকের পর এবার পরিচালক অনুরাগ কাশ্যপকেও টুইটারে সরাসরি প্রাণনাশের হুমকি দিলেন এক টুইটার ব্যবহারকারী।

Advertisement

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুরাগের উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, কিছুদিন আগেই তিনি নিজের রাইফেল এবং শটগান পরিষ্কার করে রেখেছেন। অনুরাগের সঙ্গে সামনাসামনি হওয়ার জন্যও অপেক্ষা করে রয়েছেন তিনি।

ঘটনার আকস্মিকতায় অনুরাগ এক মুহূর্তও দেরি না করে টুইটটি মুম্বই পুলিশকে ফরওয়ার্ড করে দেন। প্রত্যুত্তরে মুম্বই পুলিশ জানায়, ইতিমধ্যেই সেই ব্যক্তির টুইটার অ্যাকাউন্টের বিস্তৃত বিবরণ সাইবার পুলিশ বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ যাতে এ ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে জন্য অনুরাগকে নিকটস্থ থানায় অভিযোগও দায়ের করতে বলেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে যাঁদের উপার্জন ভাল নয়, তাঁরাই নানা দল বেছে নিচ্ছেন: খরাজ

মঙ্গলবার প্রধানমন্ত্রীকে অপর্ণা সেন, শ্যাম বেনেগাল, কৌশিক সেন এবং অনুরাগ কাশ্যপ-সহ বিশিষ্টজনেদের একাংশখোলা চিঠি পাঠানোয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, যাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা ‘অ্যান্টি-ন্যাশনাল’। বিজেপির বদনাম করতেই এ সব করা হচ্ছে বলে দিলীপবাবুর মত। তিনি আরও জানিয়েছিলেন, এর পর থেকে ওই সব ব্যক্তি যেখানে যাবেন বিজেপি কর্মীদের প্রতিবাদের মুখে পড়তে হবে তাঁদের।

আজ সেই চিঠির বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত, প্রসূন জোশী ও সোনাল মানসিংহ-সহ ৬১ জন। তাঁরা প্রশ্ন তোলেন‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ার ‘অপরাধে’ যখন কাউকে জেলে পোরা হচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, তখন কেন মুখে কুলুপ এঁটে থাকেন ওই বিদ্বজ্জনরা?

আরও পড়ুন: ‘আপনি মোটা, জিমে যান’ 'ট্রোলের উত্তর অভিনেত্রীর

তবে 'দেব-ডি', 'সেক্রেড গেমস' খ্যাত এই পরিচালকের সঙ্গে ঘটা ঘটনায় মুম্বই পুলিশ যেভাবে দ্রুত পদক্ষেপ করেছে সে বিষয়ে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অনুরাগ। পাশাপাশি তাঁর টুইটে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে অনুরাগকে।

কাশ্যপের প্রযোজনায় তাপসী পান্নু এবং ভূমি পেদনেকার অভিনীত 'ষাঁড় কি আঁখ' চলতি বছরেরই ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন