Anurag Kashyap

‘বলিউড আমাকে এড়িয়ে চলে’, মুম্বই থেকে বেরোতেই কাটে অবসাদ! হিন্দি সিনেদুনিয়া নিয়ে অকপট অনুরাগ কাশ্যপ

‘গ্যাংস অফ ওয়াসেপুর’-সহ একাধিক সফল হিন্দি ছবি তাঁর ঝুলিতে। তবু নাকি অনুরাগ কাশ্যপকে বলিউডের বাকি পরিচালকেরা এড়িয়ে চলেন! মুম্বই ছেড়ে এখন ভাল আছেন অভিনেতা। আর কী বললেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৮:৩০
Share:

মুম্বই ছেড়ে কেমন আছেন অনুরাগ? ছবি: সংগৃহীত।

বলিউড থেকে বেরিয়ে গিয়েই অবসাদ কাটিয়ে উঠতে পেরেছেন, ছাড়তে পেরেছেন মদের নেশা, স্পষ্ট জানালেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ এক খোলামেলা আলোচনায় জানালেন, মালয়ালি ছবির মাধ্যমে নিজের সৃজনশীলতা ফিরে পেয়েছেন তিনি। একইসঙ্গে এ কথাও জানান, বলিউড থেকে সরে গিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটেছে তাঁর।

Advertisement

মানসিক অবসাদে ভুগেছেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক। সাংবাদিককে সরাসরি তিনি বলেন, “আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি। একটা জিনিস আমি করেছিলাম, হিন্দি ছবি দেখা বন্ধ করে দিই। আমি এমন বিভিন্ন পরিচালকের ছবি দেখা শুরু করি, যাঁরা প্রথমবার সিনেমা বানাচ্ছেন, আমি মালয়ালি ছবি দেখা শুরু করি।” পরিচালকের বক্তব্য, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরে প্রবল পরিমাণে নেতিবাচকতার কারণেই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অনুরাগ বলেন, “হিন্দি পরিচালকেরা আমাকে এড়িয়ে চলেন, তাঁদের মনে হয় আমি (ওঁদের কাছে) দুঃসংবাদ বয়ে আনি। কারণ, তাঁদের মনে হয়, আমি কথা বলার সময় রাখঢাক করতে পারি না। ফলে আমার সঙ্গে মিশলে তাঁরা হয়তো বিশেষ কোনও প্রযোজনা সংস্থার থেকে কাজ পাবেন না বা বিশেষ কোনও মানুষ দুঃখ পাবেন। কিন্তু এখন আমি যে জায়গায় রয়েছি, সেখানে আমি অনুপ্রেরণা পাই, মানুষের থেকে ভালবাসা পাই।”

মুম্বইয়ের অভিজ্ঞতার একেবারে উল্টো পরিস্থিতি দক্ষিণ ভারতে, মত পরিচালকের। যেখানে এখন তিনি রয়েছেন সেখানকার মানুষ তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন, তাঁকে বোঝাচ্ছেন নিজেকে ঠিকঠাক রাখতে কী কী করা উচিত। মুম্বই ছেড়ে যাওয়ার পরেই তাঁর জীবন, রোজকার অভ্যাস— সব ভাল হতে থাকে, দাবি পরিচালকের। তাঁর কথায়, “লোকজনকে অযথা সময় দিতে হয় না। স্বাভাবিক ভাবেই, আমি ব্যায়াম শুরু করেছি, লেখাও শুরু করেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement