Kalki Koechlin on Anurag Kashyap

অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক, ঠকিয়েছেন অনুরাগ! পরিচালকের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অকপট কল্কি

বিচ্ছেদের পর বন্ধু হয়ে থাকাটা সহজ নয়, মানছেন কল্কি। অনুরাগকে অন্য কারও সঙ্গে দেখাটা কতটা বেদনার সেটাই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:৩৮
Share:

অনুরাগকে নিয়ে কী তথ্য দিলেন কল্কি? ছবি: সংগৃহীত।

প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের কন্যার বিয়েতে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন কল্কি কেকলাঁ। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব রয়ে গিয়েছে তাঁদের। যদিও বিচ্ছেদের পর বন্ধু হয়ে থাকাটা সহজ নয়, মানছেন কল্কি। অনুরাগকে অন্য কারও সঙ্গে দেখাটা কতটা বেদনার সেটাই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

২০০৮-এ ‘দেব ডি’ তৈরির সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১১-এ বিয়ে করেন তাঁরা। ২০১৫-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় এই জুটির। সে সময় সুস্থ থাকতে নাকি মনোচিকিত্সকের সাহায্য নিতে হয়েছিল কল্কিকে। প্রথম স্ত্রী আরতি বজ়াজের সঙ্গে বিচ্ছেদের পর কল্কিকে বিয়ে করেন অনুরাগ। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কল্কি নিজের মা-বাবার বিবাহবিচ্ছেদ দেখেছেন মাত্র ১৩ বছর বয়সে। তাই এখনও মনে করেন, শৈশবের গভীর ক্ষতের প্রভাব এখনও রয়েছে তাঁর জীবন। তাঁর ও অনুরাগের বিচ্ছেদের পিছনে সেই যোগ রয়েছে। যদিও এখন অনুরাগের সঙ্গে সম্পর্ক সহজ। কল্কির কথায়, ‘‘প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে। ভালবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখাটা সহজ নয়। তবে ওর জীবন থেকে দূরে সরে যেতেই অনেকটা সামলে নিতে পেরেছিলাম নিজেকে। এখন মাঝে মধ্যে আমাদের দেখা হয়, কথা হয়। মোটের উপর সব স্বাভাবিক আছে।’’ অনুরাগের জন্যই আজ বলিউডের ৩০০-৪০০ মানুষকে চেনেন বলেও জানান কল্কি। আর সেই জন্যই প্রাক্তন স্বামীর কন্যা, অর্থাৎ আলিয়া কাশ্যপের বিয়েতে যেতেও দ্বিতীয় বার ভাবেননি কল্কি। অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগে ২০২০ সালে মা হয়েছিলেন তিনি। বিয়ের আগে মা হওয়ার কারণেও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে কল্কি ও গাই গোয়ায় থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement