Bengal Safari Park

নাম রেখেছিলেন মমতা, বেঙ্গল সাফারি পার্কের সিংহী তনয়া ফের মা হল, পুজোর আগে নয়া ভাবনা কর্তৃপক্ষের

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:১০
Share:

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি। —নিজস্ব চিত্র।

পুজোর আগে খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। আর এক শাবকের জন্ম দিল সিংহী তনয়া। সব মিলিয়ে চারটি সিংহশাবক নিয়ে সাফারি পার্কে এখন তনয়ার সংসার জমজমাট। উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আগামী দেড় মাসের মধ্যে সিংহ-সাফারি শুরু করার দিকে জোর দিচ্ছেন পার্ক কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আয়োজিত বনমহোৎসব অনুষ্ঠানে যোগ দেন মেয়র গৌতম দেব। তিনি সিংহের জন্মের খবর দিয়ে জানান, বর্তমানে শাবক-সহ তার মা তনয়া নিভৃতবাসে রয়েছে। বস্তুত, ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছে তনয়া। এ বার চতুর্থ সন্তানের জন্ম দিল সে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং বন দফতরের সহযোগিতায় বেঙ্গল সাফারি পার্কে সোমবার থেকে শুরু হয়েছে বনমহোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর প্রমুখ। পার্কে বৃক্ষরোপণ হয়েছে। পাশাপাশি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা হয়। মেয়র বলেন, ‘‘বেঙ্গল সাফারি পার্কে অনেক নতুন পশু-পাখি আনা হয়েছে। চারটি নতুন সিংহশাবকের জন্ম হয়েছে। বাঘের প্রজননকেন্দ্র হয়ে উঠেছে এই পার্ক। আগামী দিনে জিরাফ, ক্যাঙারু আনার পরিকল্পনা রয়েছে। দুর্গাপুজোর আগে সিংহ- সাফারি চালু করার চেষ্টা করা হচ্ছে।’’

Advertisement

চলতি সপ্তাহেই বেঙ্গল সাফারি পার্কের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাফারি পার্কে বসানো হচ্ছে পুলিশ ফাঁড়ি। একজন অফিসার, দু’জন এএসআই এবং ৫ জন কনস্টেবল নিয়ে শুরু হবে বেঙ্গল সাফারি পুলিশ ফাঁড়ি। শিলিগুড়ির পুলিশ কমিশনার জানান, পার্কের ভিতরে পুলিশের বাইক পেট্রলিং চালু থাকবে। বিশেষ দিনগুলিতে অতিরিক্ত ভিড়ে নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করতে এই উদ্যোগ শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement