Anurag Kashyap

‘ছবি বানানোর মতো মস্তিষ্ক নেই!’ বলিউড নিয়ে ফের তোপ দাগলেন অনুরাগ কাশ্যপ

অতি সম্প্রতি বলি ইন্ডাস্ট্রি ত্যাগ করার সিদ্ধান্ত জানিয়েছেন। এর পর ছবিনির্মাতাদের মেধা নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:

বলিউডে ছবিনির্মাতাদের মেধা নিয়ে প্রশ্ন তুললেন অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

বলিউড নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন অনুরাগ কাশ্যপ। অতি সম্প্রতি বলি ইন্ডাস্ট্রি ত্যাগ করার সিদ্ধান্ত জানিয়েছেন। এর পর ছবিনির্মাতাদের মেধা নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক। হিন্দি চলচ্চিত্র জগৎ নিয়ে তিনি যে বিরক্ত তা তাঁর প্রতিটি কথায় স্পষ্ট।

Advertisement

অনুরাগের কথায়, “ওরা কিছুই বোঝে না। একটা ‘পুষ্পা’ বানাতেই পারবে না। কারণ ওদের তো ছবি বানানোর মতো মস্তিষ্ক নেই। ছবি বানানো কাকে বলে সেটাই বোঝে না।” তাঁর মতে, ‘পুষ্পা’ একমাত্র সুকুমারই বানাতে পারেন। “দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছবিনির্মাতাদের উপর বিনিয়োগ করা হয়। শক্তিশালী করে তোলা হয় যাতে ভাল ভাবে ছবি বানাতে পারেন তাঁরা। আর এখানে তো সকলেই ব্রহ্মাণ্ড তৈরি করতে ব্যস্ত। ওঁরা নিজেদের ব্রহ্মাণ্ড বোঝেন! জানেন সেখানেও ওঁরা কতটা ক্ষুদ্র। এটাই তো অহঙ্কার। যখন তুমি একটা ব্রহ্মাণ্ড তৈরি করো, তুমি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করো!”

তাঁর মতে, বর্তমানে চলচ্চিত্রের মানোন্নয়নের থেকে ছবির বাণিজ্যিকীকরণের দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগে স্থির হয়ে যাচ্ছে কী ভাবে প্রচার করা হবে, লাভের অঙ্কের পরিমাণ কত হতে পারে ইত্যাদি। এই বিষয়টি নিয়েই তিনি হতাশ। অনুরাগ এমন জায়গায় ছবি বানাতে চান যেখানে উদ্দীপনা থাকবে। তাই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement