Anurag Kashyap

Anurag Kashyap: এ কী রূপ অনুরাগের! অ্যাঞ্জিওপ্লাস্টির পর কাশ্যপের ছবি ইনস্টাগ্রামে দিলেন মেয়ে

ভিডিয়োয় পরিচালক বলে ওঠেন, ‘আমি ভীষণই অন্ধ’। কেন এমন চেহারা তাঁর? 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৫:৩৪
Share:

কন্যার সঙ্গে অনুরাগ

গত সপ্তাহে আচমকা বুকে ব্যথা হওয়ায় অ্যাঞ্জিওগ্রাফি করা হয় বলিউড পরিচালকের। হৃদ্‌যন্ত্রে কিছু ব্লক পাওয়া যায়। তখনই তড়িঘড়ি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করানো হয় অনুরাগ কশ্যপকে। অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বলে জানা গিয়েছিল।

Advertisement

তার পরে কয়েক দিন নেটমাধ্যমে দেখা দেননি অনুরাগ। শনিবার রাতে অনুরাগ কন্যা আলিয়া কশ্যপের ইনস্টাগ্রাম স্টোরিতে হঠাৎ আগমন পরিচালকের। কিন্তু এ এক অন্য অনুরাগ। চুল নেই তাঁর মাথায়। ভুরু দু’টি জোড়া লাগানো হয়েছে কৃত্রিম লোম দিয়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল রঙের পোশাক পরা অনুরাগের গলায় কালো রঙের মাস্ক ঝুলছে। ক্যামেরা তাঁর মুখের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। পরিচালক বলে ওঠেন, ‘আমি ভীষণই অন্ধ’। কেন এমন চেহারা তাঁর? সে জবাব মেলেনি।

অন্য রূপে অনুরাগ

অ্যাঞ্জিওপ্লাস্টির পরে অনুরাগের মুখপাত্র জানিয়েছিলেন, পরিচালকের বিশেষ কোনও শারীরিক অসুবিধা আর নেই। সেরে উঠছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক সপ্তাহ বিশ্রাম নিয়েই ফের কাজে ফিরতে পারবেন অনুরাগ।

Advertisement

এক সপ্তাহ গড়াতেই নতুন রূপে ধরা দিলেন কশ্যপ। আমেরিকা থেকে মুম্বই ফিরে এসেছেন আলিয়া। তাঁর ইনস্টাগ্রামের নতুন ছবিতে ধরা পড়ল তাঁদের একান্ত মুহূর্তের ছবিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement