কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন দিব্যজ্যোতি? ছবি: সংগৃহীত।
তাঁর যেমন উচ্চতা। তেমনই শরীরী গঠন। মূলধারার বাণিজ্যিক ছবির নায়কের চেহারার গঠন ঠিক যেমন হওয়া উচিত একেবারে তেমনই। প্রথম ধারাবাহিক থেকে অভিনেতা দিব্যজ্যোতির অনুরাগীর সংখ্যা কম নয়। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। সূর্য নামেই তাঁর পরিচিতি। কিন্তু, ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে নতুন যাত্রা শুরু করতে চলেছেন অভিনেতা।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে চৈতন্যের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রতি দিনের শুটিংয়ের চাপ তো রয়েছেই । সেই সঙ্গে বড় পর্দায় কাজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দিব্যজ্যোতি। অনেকটা ওজন ঝরিয়েছেন অভিনেতা। অনেক পরিশ্রম করে সুঠাম পেশি তৈরি করেছিলেন নায়ক, চরিত্রের প্রয়োজনে এ বার সেই পেশি সংকোচন করতে হবে। তার জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা?
কড়া ডায়েটের মধ্যে আছেন তিনি। এত দিন যে ভাবে শরীরচর্চা করে এসেছেন, সেই প্রক্রিয়াতেও এনেছেন বদল। দিব্যজ্যোতি বলেন, “চৈতন্যের জন্য একটু শরীরের পরিবর্তন আনতেই হবে। এত দিন আমি ‘লিফ্টিং, মাসল বিল্ডিং’ ওয়ার্ক আউট করতাম। এখন সেটা না করে কার্ডিও করছি। হাইইনটেনসিটি ট্রেনিং করছি।”
নিত্য দিনের ডায়েটে অনেকটাই পরিবর্তন এনেছেন অভিনেতা। রোজ যতটা খাবার খাচ্ছেন, তার থেকেও বেশি ক্যালোরি ঝরাচ্ছেন দিব্যজ্যোতি। নায়ক বললেন, “খুবই সামঞ্জস্য রেখে সব খাবার খাচ্ছি। ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কমিয়েছি। আর যতটা পেটে যাচ্ছে তার চেয়েও বেশি ওয়ার্কআউট করার চেষ্টা করছি।” প্রায় সাড়ে তিন বছর ধরে একটি ধারাবাহিকের মুখ তিনি। এতগুলো বছর তাঁকে যে ভাবে দর্শক দেখে এসেছেন। বর্তমানে তাঁকে একে বারে অন্য ভাবে দেখা যাচ্ছে।