ডেটে গিয়ে ক্যামেরাবন্দি বিরাট-অনুষ্কা!

আবার ক্যামেরাবন্দী বিরাট-অনুষ্কা! তবে এ বার কিন্তু পুরনো ছবি নয়। একেবারে টাটকা ছবি, টাটকা খবর! বি-টাউনের একটি মিডিয়ার দাবি, নিজেদের ব্যস্ততার ফাঁকে বেশ গোপনেই একে অপরকে সময় দিলেন বিরাট-অনুষ্কা। সূত্রের খবর, মুম্বইয়ে নিজের কিছু কাজের জন্য পৌঁছন বিরাট কোহলি। মুম্বই বিমানবন্দর থেকে প্রথমেই সোজা অনুষ্কার সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। দেখা করেন, বেশ খানিকটা সময়ও কাটান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ১১:০৭
Share:

আবার ক্যামেরাবন্দী বিরাট-অনুষ্কা! তবে এ বার কিন্তু পুরনো ছবি নয়। একেবারে টাটকা ছবি, টাটকা খবর!
বি-টাউনের একটি মিডিয়ার দাবি, নিজেদের ব্যস্ততার ফাঁকে বেশ গোপনেই একে অপরকে সময় দিলেন বিরাট-অনুষ্কা। সূত্রের খবর, মুম্বইয়ে নিজের কিছু কাজের জন্য পৌঁছন বিরাট কোহলি। মুম্বই বিমানবন্দর থেকে প্রথমেই সোজা অনুষ্কার সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। দেখা করেন, বেশ খানিকটা সময়ও কাটান। তার পরই আবার ফেরেন নিজেদের কাজের ব্যস্ততায়। এর মধ্যেই চিত্রসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে যান দু’জন। কাজের চূড়ান্ত ব্যস্ততার ফাঁকে ‘এতটুকু ছোঁয়া’ তো দরকার বলুন!

Advertisement




আরও পড়ুন...
অনুষ্কা নন, বিরাটের ফার্স্ট ক্রাশ অন্য কেউ!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement