অনুষ্কার কো-স্টার

অগস্টে আসতে চলেছে ওঁদের দু’জনের রোম্যান্টিক ছবি। নামটা এখনও নিশ্চিত হয়নি। কাহিনিকার-নির্দেশক ইমতিয়াজ আলি। ‘রব নে বানা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’-এর পর এটা ওঁদের তিন নম্বর ছবি।

Advertisement
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০০:২৭
Share:

অগস্টে আসতে চলেছে ওঁদের দু’জনের রোম্যান্টিক ছবি। নামটা এখনও নিশ্চিত হয়নি। কাহিনিকার-নির্দেশক ইমতিয়াজ আলি। ‘রব নে বানা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’-এর পর এটা ওঁদের তিন নম্বর ছবি। তার আগে নায়ক শাহরুখকেই তাঁর সবচেয়ে পছন্দের কো-স্টার বলে মন্তব্য করলেন অনুষ্কা শর্মা। নায়িকা বলেছেন, ‘‘শুধু সবচেয়ে পছন্দের নয়, শাহরুখের ফিলোজফিও আমার সঙ্গে খুব মেলে। ওর পড়াশোনাটা এত ভাল যে, ও অনেক বিষয়ের ওপর ভাল বলতে পারে, যেটা আমি আমার অনেক কো-স্টারের মধ্যেই পাই না। আমাদের মধ্যে প্রচুর কথা হয়। ওর এনার্জি, ওর কাজের ইচ্ছে কাছ থেকে দেখাটাও অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা। ওকে দেখলেই চারপাশের লোকজন চাঙ্গা হয়ে যায়। সবে ওর সঙ্গে ইমতিয়াজের ছবির কাজটা শেষ করলাম। কাজ করতে করতে কী যে পাগলামি করেছি আমরা, ভাবতেও পারবেন না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement