অর্জুন কপূরের সঙ্গে জুটি বাঁধছেন অনুষ্কা!

রূপোলি পর্দায় এ বার অর্জুন কপূরের সঙ্গে জুটি বাঁধছেন অনুষ্কা শর্মা। ছবির নাম ‘কানেডা’। বি-টাউনের খবর, ‘ফিলাউরি’ ও ‘এনএইচ ১০’ এর পর ‘কানেডা’ও নাকি প্রযোজনা করবেন অনুষ্কা। অনুষ্কা অভিনীত ‘এনএইচ ১০’এর পরিচালক নভদীপ সিংহ এই ছবিরও পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ১২:৩৩
Share:

রূপোলি পর্দায় এ বার অর্জুন কপূরের সঙ্গে জুটি বাঁধছেন অনুষ্কা শর্মা। ছবির নাম ‘কানেডা’। বি-টাউনের খবর, ‘ফিলাউরি’ ও ‘এনএইচ ১০’ এর পর ‘কানেডা’ও নাকি প্রযোজনা করবেন অনুষ্কা। অনুষ্কা অভিনীত ‘এনএইচ ১০’এর পরিচালক নভদীপ সিংহ এই ছবিরও পরিচালক। ‘ফিলাউরি’ ছবির কাজ এখন শেষের পথে। এ ছবিতে ‘লাইফ অফ পাই’-এর অভিনেতা সূর্য শর্মার সঙ্গে দেখা যাবে অনুষ্কাকে।
এ দিকে অর্জুনের নাম সামনে এলেও ‘কানেডা’ নিয়ে মুখ খুলছেন না কেউই। অর্জুনের হাতে এখন দু’টি ছবি, ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং ‘মুবারক’। ‘কানেডা’ নিয়ে চুক্তি না হলেও ছবির চিত্রনাট্য দেখে অর্জুন নাকি এক রকম রাজি এ ছবি করতে। এ বার অপেক্ষা শুধু চুক্তিপত্রে সইয়ের।

Advertisement

আরও পড়ুন...
একা কুম্ভ সলমনেই রক্ষা পেল সুলতান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement