anushka sharma

‘থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন অনুষ্কা? নেটমাধ্যমে প্রকাশ্যে ভিডিয়ো

সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। দেখা যাচ্ছে, অডিশনের জন্য একটি দৃশ্যে অভিনয় করছেন নবাগত অনুষ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৭:২০
Share:

অনুষ্কা শর্মা।

২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’-র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনুষ্কা শর্মা। প্রথম ছবিতেই সাফল্যের স্বাদ। কিন্তু জানেন কি, তার এক বছরের মাথায় মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী?

সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। দেখা যাচ্ছে, অডিশনের জন্য একটি দৃশ্যে অভিনয় করছেন নবাগত অনুষ্কা। অভিনেত্রীর পরনে সবুজ টি শার্ট। খোলা চুল, আড়ম্বরহীন সাজে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর একটি সংলাপ বলছিলেন তিনি। তবে সেই সময় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজের সুযোগ হয়ে ওঠেনি তাঁর।

‘থ্রি ইডিয়টস’ এর মুখ্য চরিত্রে দেখা গিয়েছিলেন আমির খান, শরমন জোশী এবং আর মাধবন। আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কপূর খান। পেশাগত জীবনের শুরুর দিকে কাজের সুযোগ না পেলেও, ৫ বছর পর রাজকুমারের ‘পিকে’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। তবে আপাতত পুরনো এই ভিডিয়োতে অতীতের অনুষ্কাকে দেখে খানিক স্মৃতিমেদুর তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement