Anushka Sharma

দুবাইতে প্রকাশ্যে এল অনুষ্কার বেবি বাম্পের ছবি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

দুবাই শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১২:৫৪
Share:

অনুষ্কা শর্মা

দিন গুনছেন অনুষ্কা শর্মা। আর কয়েকদিন পরেই নায়িকার জীবনে আসবে নতুন অতিথি। প্রথমবার মা ডাক শুনবেন তিনি। এই সময় স্ত্রীকে দূরে রাখতে নারাজ বিরাট। আইপিএল খেলতে গিয়েও দুবাইতে সঙ্গে নিয়ে গিয়েছেন অনুষ্কাকে। সেখানেই সারা গায়ে রোদ মেখে এক গাল হাসি নিয়ে ছবি তুললেন নায়িকা। চোখে মুখে আসন্ন মাতৃত্বের ছাপ স্পষ্ট। উঁকি দিচ্ছে ‘বেবি বাম্প’।

Advertisement

ছবিতে তাঁকে হাল্কা গোলাপি জাম্পার এবং সাদা টি- শার্টে দেখা যাচ্ছে। সূর্যের দিকে মুখ সবটা রোদ যেন মেখে নিতে চাইছেন নায়িকা। ছবিতে ক্যাপশন লিখেছেন, ‘পকেটফুল অব সানশাইন’ অর্থাৎ পকেট ভরা রোদ্দুর। মুখের হাসি জানিয়ে দিচ্ছে কতটা খুশি হবু মা। গতকালই বিরাট তাঁর সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন। দিনের শেষে পড়ন্ত সূর্যের আভা মেখে একের অপরের চোখে হারিয়েছিলেন এই ‘লাভ বার্ডস’।

Pocketful of sunshine ☀️☺️

Advertisement

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

ইদানিং অনুষ্কাকে দেখা যায় ভিআইপি স্ট্যান্ড থেকে স্বামী এবং তাঁর দলকে উৎসাহ দিতে। এই আইপিএলে আপাতত বেশ এগোচ্ছে বিরাটের দল। ব্যস্ততার মাঝেই অধিনায়ক সময় কাটাচ্ছেন স্ত্রীর সঙ্গে। ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে। আর কয়েকটা দিন পরেই তাঁরা দুই থেকে তিন। আপাতত আগামীর স্বপ্নে বিভোর তাঁরা।

আরও পড়ুন: তাঁর বদলি হয়েই সুপারস্টার, নিঃস্ব অসুস্থ সেই ফরাজের পাশে দাঁড়ালেন সলমন
আরও পড়ুন: গ্রামবাসীরাই প্রযোজক, তাঁরাই অভিনেতা, সকলে মিলে তৈরি হল 'দুধপিঠের গাছ'

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন