গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। সীমান্ত এলাকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে সদা তৎপর ভারতীয় সেনা। সেনা জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন অনুষ্কা শর্মা। অভিনেত্রী নিজেও সেনা পরিবারের মেয়ে। তাই এই পরিস্থিতি অনুভব করতে পারছেন তিনি।
অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক অজয় কুমার শর্মার কন্যা অনুষ্কা। ১৯৮২ সালের পর থেকে সমস্ত যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি কার্গিল যুদ্ধেও তাঁর ভূমিকা ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে অনুষ্কার বয়স মাত্র ১১। তাই সেই সময়ের ভয়াবহতা ও গুরুত্ব তিনি বুঝতে পারেননি। অনুষ্কা বলেছেন, “কার্গিল যুদ্ধ সাংঘাতিক ছিল। খুব ছোট ছিলাম তখন। তবে মায়ের অবস্থা দেখে আমার খুব ভয় লাগত। সব সময়ে সংবাদ সম্প্রচার দেখতেন। যখনই মৃত্যুসংবাদ দেখানো হত, মা খুব বিষণ্ণ হয়ে পড়তেন।”
সীমান্ত থেকে বাবা যখন ফোন করতেন, তখন একনাগাড়ে নিজের ও নিজের স্কুলের গল্প বলতেন অনুষ্কা। তাঁর কথায়, “বাবা ফোন করত। কিন্তু বেশি কথা বলতে পারত না। আমি আমার স্কুল, বন্ধুবান্ধব এই সব নিয়ে কথা বলতে থাকতাম। বুঝতেই পারতাম না, বাবা যুদ্ধে আছে।” আজ সেই অনুভূতি উপলব্ধি করেন তিনি। তাই অনুষ্কা বলেছেন, “আমি একজন অভিনেত্রী, এটা বলার চেয়েও আমার নিজেকে সেনা আধিকারিকের কন্যা বলতে ভাল লাগে।”
তাই ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী আমাদের রক্ষা করছেন। ওঁরাই আসল নায়ক। সেনা ও তাঁদের পরিবারের ত্যাগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।”