‘খতরো কে খিলাড়ি’র প্রতিযোগী কর্ণ জোহর!

ছবিটা কার চিনতে পারছেন? চেনা চেনা মনে হচ্ছে তো। না। ফিল্মি শুটিং নয়। ‘খতরো কে খিলাড়ি’র শুটিং? না! তাও হল না। ইনি পরিচালক কর্ণ জোহর। লন্ডনে আপাতত তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যয় মুশকিল’-এর শুটিংয়ে ব্যস্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ১২:৪৮
Share:

লন্ডনে কর্ণ। ছবি: টুইটারের সৌজন্যে।

ছবিটা কার চিনতে পারছেন? চেনা চেনা মনে হচ্ছে তো। না। ফিল্মি শুটিং নয়। ‘খতরো কে খিলাড়ি’র শুটিং? না! তাও হল না। ইনি পরিচালক কর্ণ জোহর। লন্ডনে আপাতত তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যয় মুশকিল’-এর শুটিংয়ে ব্যস্ত। সঙ্গে রয়েছেন ছবির নায়ক-নায়িকা রণবীর কপূর এবং অনুষ্কা শর্মা।

Advertisement

কিন্তু এটা কী করছেন পরিচালক? শুটিং ছেড়ে রক ক্লাইম্বিং? অনেকটা সে রকমই। এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। সঙ্গে মজা করে নায়িকার টুইট, ‘ওয়াও! কর্ণ এখনও কত ফিট! ‘খতরো কে খিলাড়ি’র টিম আপনারা নজর রাখছেন তো?’

নতুন ছবির শুটিংয়ের ফাঁকে সত্যিই নাকি ওয়াল ক্লাইম্বিং করছিলেন কর্ণ। আর তা দেখে অনুষ্কার মনে হয়েছে, ‘খতরো কে খিলাড়ি’তে কর্ণর অংশ নেওয়া উচিত। ওই জনপ্রিয় টিভি শোতে প্রতিযোগীদের এমনই কিছু ঝুঁকির কাজ দেওয়া হয়। অনুষ্কার মতে, ওই শোয়ের জন্য কর্ণ পারফেক্ট ম্যাচ। দেশে ফিরে সত্যিই কি এমন কোনও প্ল্যান করেছেন পরিচালক? তিনি অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন এ প্রশ্নের উত্তর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement