মুহাম্মদ ইউনূস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিদেশি পর্যবেক্ষকদের নিজের চোখে বাংলাদেশের নির্বাচন দেখতে যাওয়ার আমন্ত্রণ জানাল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং কমনওয়েলথ দেশগুলির কাছে প্রতিনিধিদল পাঠানোর জন্য ইতিমধ্যেই বার্তাও পাঠানো হয়েছে ঢাকার তরফে।
বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। অতীতে হাসিনার জামানাতেও নিয়মিত জাতীয় সংসদ নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তবে ইউনূস সরকারের দাবি, ২০০৮ সালের নির্বাচনের পর (যে নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরেছিল হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ) এক সঙ্গে এত জন পর্যবেক্ষককে কখনও আমন্ত্রণ জানানো হয়নি।
বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বিদেশ মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রথম আলোয় প্রকাশিত খবরে দাবি, আমেরিকার ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই) এবং ‘ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট’ (এনডিআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ-সহ আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক যুক্ত হবেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলে। ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে ১৫০-১৮০ জন পর্যবেক্ষক। আমেরিকা এবং কমনওয়েলথের প্রতিনিধিদলে থাকতে পারেন যথাক্রমে ৫০ এবং ৩০ জন পর্যবেক্ষক।