Entertainment News

নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে গিয়েছিলেন অনুষ্কাও!

১৯৬৯ সাল। নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। পুঁতে দিলেন আমেরিকার পতাকা। ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন। কিন্তু ভুল জানেন আপনি। নিল আর্মস্ট্রং একা নন। তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন অনুষ্কা শর্মাও!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১৭:১১
Share:

১৯৬৯ সাল। নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। পুঁতে দিলেন আমেরিকার পতাকা। ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন। কিন্তু ভুল জানেন আপনি। নিল আর্মস্ট্রং একা নন। তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন অনুষ্কা শর্মাও!

Advertisement

অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে রয়েছে একটি ছবিও। তবে বলা ভাল অনুষ্কারূপী ‘শশী’ সে দিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তা হলে বিষয়টা একটু খুলে বলা যাক।

আরও পড়ুন, শুধুমাত্র অন্য সেলেবদের সঙ্গে ছবি তুলতেই পার্টিতে যান আমিশা?

Advertisement

অনুষ্কার আসন্ন ছবি ‘ফিলাউরি’তে তাঁর চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সে দিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী। ‘শশী ওয়াজ দেয়ার’— এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি অনুষ্কা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে নিল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন ‘শশী’। ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন অনুষ্কা।

আদতে এ হল ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিম ‘ফিলাউরি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement