Entertainment News

ছবির সেটে ভাঙচুরের ঘটনায় সঞ্জয়ের পাশে দাঁড়ালেন অপর্ণা সেন

২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। ‘পদ্মাবতী’র সেটে হামলার ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও জানতে পারেনি মহারাষ্ট্র পুলিশ। তবে আগের বারের মতো এ বারও পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর পাশে দাঁড়িয়েছে বলিউড। পরিচালক পাশে পেলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৬:১৩
Share:

২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। ‘পদ্মাবতী’র সেটে হামলার ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও জানতে পারেনি মহারাষ্ট্র পুলিশ। তবে আগের বারের মতো এ বারও পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর পাশে দাঁড়িয়েছে বলিউড। পরিচালক পাশে পেলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনকেও।

Advertisement

সংবাদমাধ্যমে অপর্ণা বলেছেন, ‘‘আমার মনে হয় এটা খুব লজ্জার। এ ভাবে চলতে থাকলে একজন পরিচালকের ভাবনা চিন্তার স্বাধীনতা থাকবে না। ধর্মের এ সব তথাকথিত নৈতিক অভিভাবক কারা? আর এ তো প্রশাসনিক ব্যর্থতা। সমাজের এ সব বিষয়কে নিয়ন্ত্রণ করা তো প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে।’’

আরও পড়ুন, করিনার ফার্স্ট ক্রাশ কে জানেন?

Advertisement

দিন দু’য়েক আগে মহারাষ্ট্রের কোলাপুরে হামলা চালানো হয় ভংসালীর নতুন ছবি ‘পদ্মাবতী’র সেটে। গত জানুয়ারিতে করণী সেনার সদস্যরা চিতোরের দুর্গে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছিল ছবির সেট। সেই ঘটনার পরে রাজস্থান থেকে পাততাড়ি গুটিয়েছিলেন পরিচালক। নতুন করে কোলাপুরে শুরু হয় ছবির শুটিং। কিন্তু বুধবার গভীর রাতে এক দল দুষ্কৃতী সেটের ভিতরে ঢুকে পুড়িয়ে দেয় শিল্পীদের পোশাক-সহ ১২টিরও বেশি তাঁবু। ক্ষতি হয় কয়েক কোটি টাকার। এই হামলায় কারা জড়িত স্পষ্ট নয় এখনও।

আরও পড়ুন, পাশে বলিউড, শ্যুটিং শুরু করতে চান ভংসালী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন