AR Rahman Wife

‘আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না’ রহমান অসুস্থ হতেই ক্ষুব্ধ সায়রা, করলেন কোন আর্জি?

রহমানের দ্রুত সুস্থ কামনা করলেন স্ত্রী সায়রা বানু। যদিও একই সঙ্গে উগরে দিলেন ক্ষোভ। পরিবারের কাছে করলেন কোন অনুরোধ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:২৫
Share:

রহমানকে নিয়ে ফের মুখ খুললেন সায়রা। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষ দিকে এআর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের ইচ্ছে প্রকাশ করে বিবৃতি দেন সুরকারের স্ত্রী সায়রা বানু। যদিও সময় যত এগিয়েছে একটু একটু করে যেন নিজের অবস্থান থেকে সরে এসেছেন সুরকার-পত্নী। রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় রহমানকে। যদিও কিছু পরীক্ষানিরীক্ষা করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। রহমানের ছেলে তাঁর শরীরিক অবস্থার কথা জানিয়েছেন। এমন সময় তাঁদের পরিবারের পাশে যাঁরা থেকেছেন তাঁদের কৃতজ্ঞতাও জানিয়েছেন। এ বার রহমানের দ্রুত সুস্থ কামনা করলেন স্ত্রী সায়রা বানু। যদিও একই সঙ্গে উগরে দিলেন ক্ষোভ।

Advertisement

সায়রা আসলে আপত্তি জানিয়েছেন তাঁকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে উল্লেখ করায়। তিনি জানান, এই সময় তিনি রহমানকে কোনও রকমের চাপ দিতে চান না। পরিবারের সকলকে অনুরোধ করেছেন তাঁকে যাতে কোনও দুশ্চিন্তার মধ্যে না রাখা হয়। সায়রার কথায়, ‘‘আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কৃপায় এখন ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই। আমি সকলকে বলতে চাই আমি ওঁর ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভাল নেই। আমি চাই না এর প্রভাব ওঁর উপর পড়ুক, কোনও ধরনের বাড়তি চিন্তা চাপুক ওঁর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওঁর যত্ন নিতে, যাতে উনি যথাসম্ভব চাপমুক্ত থাকেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement