৪ মহাদেশে বাংলা ছবি

নববর্ষে প্রবাসী বাঙালিদের জন্য সুখবর। এই প্রথম কোনও বাংলা ছবি চারটে মহাদেশের ৩৪টি শহরে একই দিনে মুক্তি পাচ্ছে। প্যািরস, নিউ ইয়র্কের বাঙালিরা একসঙ্গেই ছবি দেখতে পারবেন

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:৫১
Share:

নববর্ষে প্রবাসী বাঙালিদের জন্য সুখবর। এই প্রথম কোনও বাংলা ছবি চারটে মহাদেশের ৩৪টি শহরে একই দিনে মুক্তি পাচ্ছে। প্যািরস, নিউ ইয়র্কের বাঙালিরা একসঙ্গেই ছবি দেখতে পারবেন। ছবির নাম ‘অরণি তখন’। বাবরি মসজিদ, গোধরার প্রেক্ষাপটে এ ছবি মানুষের ভালবাসার কথা বলবে বলে জানালেন ছবির পরিচালক সৌরভ চক্রবর্তী। ছবিতে থাকছেন পাওলি, ইন্দ্রনীল সেনগুপ্ত আর প্রতীক বব্বর। ‘‘মা বাংলা ছবি করেছিলেন। আমি সে রকম একটা সুযোগ পেয়ে খুশি,’’ বললেন প্রতীক। গান এই ছবির অন্যতম সম্পদ। রাজা নারায়ণ দেবের পরিচালনায় থাকছে মোহন সিংহ খাঙ্গুরা আর কৌশিকি চক্রবর্তীর গান। অন্য দিকে গুজরাতের ‘হেল’ লোকগানের সঙ্গে অনুপম রায় রক মিশিয়ে তৈরি করেছেন ফিউশন। মে মাসের গোড়ায় ভারতে ছবিটি মুক্তি পাবে। ছবি মুক্তির সঙ্গে প্রকাশিত হবে অডিয়ো বুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন