K L Rahul

K L Rahul-Athiya Shetty: বিদেশে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কে এল রাহুল এবং আথিয়া? গুঞ্জন নেটপাড়ায়

বিদেশে একসঙ্গে নাকি ছুটি কাটাচ্ছেন আথিয়া এবং রাহুল। দু’জনের ইনস্টাগ্রাম স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ২২:০৫
Share:

কে এল রাহুল এবং আথিয়া শেট্টি।

তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে বহুদিন আগেই। কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। প্রকাশ্যে যদিও এ নিয়ে কখনও কোনও কথা বলেননি তাঁরা। কিন্তু আকারে ইঙ্গিতে ঘনিষ্ঠতার কথা বুঝিয়ে দিচ্ছেন দু’জনেই।

বিদেশে একসঙ্গে নাকি ছুটি কাটাচ্ছেন আথিয়া এবং রাহুল। দু’জনের ইনস্টাগ্রাম স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ব্রিটেনে ছুটি কাটাচ্ছেন তাঁরা। কিন্তু নিজেদের বিশেষ মুহূর্তের কোনও ছবি আপাতত নেটমাধ্যমে দেননি আথিয়া বা রাহুল। তবে একই বন্ধুর সঙ্গে আলাদা আলাদা ছবি দিয়েছেন দু’জন। সেখান থেকেই দু’য়ে দু’য়ে চার করে নিয়েছেন নেটাগরিকরা। একই বন্ধুর সঙ্গে দু’জনের ছবি দেখে তাঁরা বুঝে নিয়েছেন আথিয়া এবং রাহুল একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন ।

Advertisement

বন্ধুর সঙ্গে রাহুল এবং আথিয়া।

কিছুদিন আগেই ছেলে অহন এবং কে এল রাহুলের একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে সুনীল লিখেছিলেন, ‘আমার ভালবাসা এবং শক্তি’। এর পর থেকেই রাহুল এবং আথিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়ে গিয়েছে নেটপাড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement