Prantik-Ankita's New Gossip

আবার একসঙ্গে প্রান্তিক-অঙ্কিতা? ‘অঙ্ক খুব কঠিন’! হেঁয়ালি অভিনেতার, কী বললেন অভিনেত্রী?

বৃহস্পতিবার আচমকা একটি ছবি ‘ভাইরাল’। সেটি প্রান্তিক-অঙ্কিতার বিয়ের ছবি। টেলিপাড়ায় সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু, বিচ্ছেদ ভুলে দুই অভিনেতা নাকি একসঙ্গে!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৯:১৬
Share:

অঙ্কিতা চক্রবর্তী আর প্রান্তিক বন্দ্যোপাধ্যায় কি একসঙ্গে থাকছেন? ফাইল চিত্র।

একটি ছবি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে। অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-অঙ্কিতা চক্রবর্তীর বিয়ের ছবি। কিছু দিন আগেই যাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। দূরত্ব মুছে আবারও কি তাঁরা একসঙ্গে? না হলে এই ছবি নতুন করে ছড়ায় কী করে?

Advertisement

কৌতূহল জমতে থাকে অনুরাগীদের মনে। এ দিকে উভয়পক্ষই নীরব। ফলে, রটনা না ঘটনা, বলবে কে?

সঠিক খবর জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রান্তিকের সঙ্গে। অভিনেতা নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। সবিস্তার শুনে তিনি অবাক। কারণ, এ রকম কিছু তো তাঁর চোখে পড়েনি! তার পরে হেঁয়ালি ছড়ালেন, “এই অঙ্ক খুবই কঠিন!” অভিনেতার মতে, সমাজমাধ্যমের ‘অ্যালগোরিদ্‌ম’ ছবিটিকে কোনও ভাবে আবার ফিরিয়ে এনেছে। অঙ্কিতার ‘ফ্যানপেজ’ থেকে সেই ছবি ছড়ানোয়, সকলে ভেবেছেন তা হলে হয়তো এ রকমই কিছু ঘটতে চলেছে। এই ছবি তারই প্রতীক।

Advertisement

সে রকম যে হচ্ছে না, পরিষ্কার প্রতীকের কথায়। তিনি বলেছেন, “যা ঘটে গিয়েছে সেই নিয়ে আর ভাবতে রাজি নই। আমার কাজ আমার পরিচয় হোক।” অর্থাৎ, তিনি এখনও ‘একা’? “হ্যাঁ, আমি একা। কলকাতাতেই আছি। নিজের শহর ছেড়ে কোথাও যাব না। কাজ চলছে। তবে খুব যে পাচ্ছি তেমনটাও নয়।” কাজ কম পাওয়ার কারণ হিসাবে তাঁর দাবি, “ছোটপর্দায় এর আগে চুটিয়ে কাজ করেছি। কিন্তু আগের মতো চরিত্র এখন আর পাচ্ছি না। যা পাচ্ছি সেটা আমার পছন্দ হচ্ছে না। তাই মন থেকে চাইলেও ধারাবাহিকে আমায় কেউ দেখতে পাচ্ছেন না।” তবে ওয়েব প্ল্যাটফর্ম থেকেও ডাক পাচ্ছেন না অনেক দিন ধরে, সে কথা প্রান্তিক লুকোননি।

আপাতত তাই পেশাজীবন গোছাতেই ব্যস্ত। তাঁর মতে, “আপনারা আমাকে কাজের জন্য চেনেন। সে দিকেই মন দিতে চাইছি।” একটু থেমে মৃদু হেসে যোগ করেছেন, “যা গেছে তা যাক।”

বিষয়টি নিয়ে কথা বলেছেন অঙ্কিতাও। তিনিও জানতেন না, তাঁর অগোচরে এ রকম কিছু ঘটেছে। জানার পরে তাঁর যুক্তি, “সব কিছু আমার হাতে নেই। এ রকম যদি কেউ বা কারা ঘটিয়েও থাকে, তা হলেও কিছু করার নেই। আমি মাথা ঘামাচ্ছি না। বাকিরা বিষয়টি নিয়ে ভাববেন কি না, সেটা তাঁদের ব্যাপার।” অঙ্কিতা আপাতত নিজের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement