Raj chakraborty

একসঙ্গে বেড়াতে গেলেন রাজ-শুভশ্রী?

রাজ-মিমির যে ব্রেকআপ হয়েছে টলিউডে তা আর নতুন খবর নয়। বরং রাজ এখন শুভশ্রীর সঙ্গে প্রেম করছেন। খবর এটাই। যদিও রাজ বা শুভশ্রী কেউই মুখ খোলেননি। তবে ক্রিসমাসে একসঙ্গে সেলিব্রেশনে বা প্রায় সব অনুষ্ঠানেই এই জুটির একসঙ্গে যাওয়া দেখে এই সম্পর্কের কথা বলছেন টলিউডের অনেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১৭:৪৫
Share:

জঙ্গল সাফারিতে নয়া জুটি। ছবি: টুইটারের সৌজন্যে।

রাজ-মিমির যে ব্রেকআপ হয়েছে টলিউডে তা আর নতুন খবর নয়। বরং রাজ এখন শুভশ্রীর সঙ্গে প্রেম করছেন। খবর এটাই। যদিও রাজ বা শুভশ্রী কেউই মুখ খোলেননি। তবে ক্রিসমাসে একসঙ্গে সেলিব্রেশনে বা প্রায় সব অনুষ্ঠানেই এই জুটির একসঙ্গে যাওয়া দেখে এই সম্পর্কের কথা বলছেন টলিউডের অনেকেই।

Advertisement

আরও পড়ুন, ‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’

সম্প্রতি সেই তথ্যকে আরও জোরদার করল একটি ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ রাজ। সেখানে দেখা যাচ্ছে গুজরাতের রণথম্বোরে একসঙ্গে বেড়াতে গিয়েছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা। রণথম্বরে জঙ্গল সাফারির সময় তোলা সেই ভিডিও আপাতত ওয়েব ওয়ার্ল্ডে ভাইরাল।

Advertisement

আরও পড়ুন, মিমি-রাজ-শুভশ্রী, তখন এখনের কেমিস্ট্রি

গত বছর পুজোতেও একসঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। এমনকি প্রেম ভাঙার পর রাজের প্রাক্তন বান্ধবী মিমিও নয়া জুটিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও রাজমিমির সম্পর্ক নিয়েও কোনওদিন প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা কেউই। তবে ছুটি কাটানোর মুহূর্ত ফ্রেমবন্দি হতে দেখে রাজশুভশ্রী যে ‘ইন রিলেশন’ সে সম্পর্কে প্রায় নিশ্চিত টলিউডের একটা বড় অংশ।

গত বছর পুজোতেও একসঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। এমনকি প্রেম ভাঙার পর রাজের প্রাক্তন বান্ধবী মিমিও নয়া জুটিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও রাজমিমির সম্পর্ক নিয়েও কোনওদিন প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা কেউই। তবে ছুটি কাটানোর মুহূর্ত ফ্রেমবন্দি হতে দেখে রাজশুভশ্রী যে ‘ইন রিলেশন’ সে সম্পর্কে প্রায় নিশ্চিত টলিউডের একটা বড় অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement