মৌমাছিতে ভরা বাক্সে মাথা ঢুকিয়ে ভয়ঙ্কর স্টান্ট অর্জুন কপূরের!

মধু খেতে কার না ভাল লাগে! কিন্তু মৌমাছির চাক ভেঙে মধু খাওয়ায় একটা বেপরোয়া গোছের আনন্দ আছে। একই সঙ্গে মৌমাছির বিষাক্ত কামড় খাওয়ার ভয়ও আছে। কিন্তু মুখে মিষ্টি মেখে মৌমাছিতে ভরা বাক্সে মাথা ঢুকিয়ে স্ট্রবেরি খাওয়ার ঘটনাকে কী বলবেন? এই ব্যপারটাকে এক বাক্যে ব্যাখ্যা করার মতো সঠিক কোনও ভাষা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এই ভয়ানক বেপরোয়া দুঃসাহসী স্টান্ট করে দেখালেন অর্জুন কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:২৫
Share:

সেই ভয়ঙ্কর স্টান্টের মুহূর্ত।

মধু খেতে কার না ভাল লাগে! কিন্তু মৌমাছির চাক ভেঙে মধু খাওয়ায় একটা বেপরোয়া গোছের আনন্দ আছে। একই সঙ্গে মৌমাছির বিষাক্ত কামড় খাওয়ার ভয়ও আছে। কিন্তু মুখে মিষ্টি মেখে মৌমাছিতে ভরা বাক্সে মাথা ঢুকিয়ে স্ট্রবেরি খাওয়ার ঘটনাকে কী বলবেন? এই ব্যপারটাকে এক বাক্যে ব্যাখ্যা করার মতো সঠিক কোনও ভাষা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এই ভয়ানক বেপরোয়া দুঃসাহসী স্টান্ট করে দেখালেন অর্জুন কপূর। খুব সম্প্রতি ‘খতরো কি খিলাড়ি’ টিভি শো-এ এই দুঃসাহসী স্টান্ট করে এর প্রতিযোগীদেরও চমকে দিয়েছেন শো-এর হোস্ট। এই প্রথম কোনও টিভি শো-এ হোস্ট করছেন অর্জুন। আর শুরুতেই সকলকে চমকে দিয়েছেন তিনি। ঠিক কী করেছেন অর্জুন? নিজের সারা মুখে মিষ্টি মেখে মৌমাছিতে ভরা বাক্সে মাথা ঢুকিয়ে দেন তিনি। তাঁর মুখে লেগে থাকা মিষ্টির লোভে বাক্স-ভর্তি মৌমাছি অর্জুনের মুখের উপর ভিড় জমিয়ে বসে। আর ওই অবস্থাতেই বাক্সের ভেতরে রাখা স্ট্রবেরি খেতে শুরু করেন তিনি। কী সাংঘাতিক! তবে সাংঘাতিক এই স্টান্ট অবলীলায় করে দেখান শো-এর হোস্ট।
‘খতরো কি খিলাড়ি ৯’-এ এমনই অনেক ভয়ানক খেলা বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে এতে অংশগ্রহনকারী প্রতিযোগীদের জন্য। আর সে কথা বুঝিয়ে দিতেই শো-এর হোস্ট নিজেই এই দুঃসাহসী স্টান্ট করে দেখালেন। ‘খতরো কি খিলাড়ি ৯’-এর প্রথম পর্বেই অর্জুনকে এই স্টান্ট করতে দেখা যাবে। তবে অর্জুনের এই স্টান্ট দেখে নিজে খতরো কি খিলাড়ি হওয়ার চেষ্টা না করাই ভাল। এতে বিপদের আশঙ্কাই অনেক বেশি।

Advertisement

আরও পড়ুন...
হবু বরের নাম বলেই ফেললেন মনদানা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement