Entertainment News

জন্মদিনে হুমকি চিঠি পেলেন এই নায়ক!

আসল ঘটনাটি ঠিক কী? কে এই বলি তারকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৩:৪৩
Share:

কে এই বলি তারকা?

সদ্য জন্মদিন কাটিয়েছেন এই তারকা। আর জন্মদিনেই নাকি হুমকি চিঠি পেলেন তিনি!সেই হুমকি আবার এসেছে লিখিত বার্তা মারফত্।

Advertisement

আসল ঘটনাটি ঠিক কী? কে এই বলি তারকা?

এই বলি তারকা হলেন অর্জুন কপূর। গত ২৬ জুন জন্মদিনেই হুমকি পেয়েছেন তিনি। কিন্তু কে তাঁকে হুমকি দিলেন?

Advertisement

আসলে অর্জুনের বয়স এখন ৩৩। কিন্তু এখনও তিনি সিঙ্গল। তাই তাঁকে বিয়ে করার জন্য হুমকি চিঠি পাঠিয়েছেন তাঁর দিদিমা!

আরও পড়ুন, একটি দৃশ্যের জন্য প্রায় ১২০টি টেক দিয়েছিলেন রণবীর!

সেই হুমকি চিঠি মজা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্জুন। দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে ‘জলদি শাদি করো।’ ’ & & !!!

’ & & !!!

সেই হুমকি চিঠি মজা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্জুন। দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে ‘জলদি শাদি করো।’ ’ & & !!!

এক সময় শোনা গিয়েছিল, অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে নাকি বিশেষ সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। তবে দুই তারকাই সেই সম্পর্কের কথা প্রকাশ্যে অস্বীকার করেন। জন্মদিনে এই হুমকি অর্জুনের জীবনে আদৌ কোনও প্রভাব ফেলবে কিনা, এখন সেটাই দেখার।


অর্জুন কপূর আসলে যেমন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement