বলিউড বদলেছে তার নারীদের: অর্জুন

অভিনেত্রীদের জন্য এখন অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় চিত্রনাট্য লেখা হচ্ছে বলিউডে, জানালেন অর্জুন কপূর। সম্প্রতি মুম্বইয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ‘গুন্ডে’-খ্যাত অভিনেতা জানিয়েছেন, বর্তমানে ‘নারী-কেন্দ্রিক’ ছবি বেশি হচ্ছে বলে শোনা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০০:০০
Share:

অভিনেত্রীদের জন্য এখন অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় চিত্রনাট্য লেখা হচ্ছে বলিউডে, জানালেন অর্জুন কপূর। সম্প্রতি মুম্বইয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ‘গুন্ডে’-খ্যাত অভিনেতা জানিয়েছেন, বর্তমানে ‘নারী-কেন্দ্রিক’ ছবি বেশি হচ্ছে বলে শোনা যায়। তাঁর মতে, ঠিক ‘নারী-কেন্দ্রিক’ নয়, বরং বলা ভাল, এই সময়ে মেয়েদের জন্য বেশ কিছু নতুন ধরনের চরিত্র সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময়ে হিন্দি ছবিতে নারী চরিত্রের যে বিপুল পরিবর্তন ঘটে গিয়েছে, তা চোখ এড়ায়নি ৩০ বছরের এই অভিনেতার। বলিউডে ভাল লেখকদের কদরও বেড়েছে। একটা বড় সময় ধরে ‘মশালা’-র দাসত্ব করার পর ঘটেছে এই পরিবর্তন।

Advertisement

অর্জুন আরও জানান, অভিনেতা হওয়ার আগে তিনি লেখক হতে চেয়েছিলেন, পরিচালক হতে চেয়েছিলেন। অর্জুনের মতে, আমাদের দেশে প্রচুর পরিমাণে ভাল উপন্যাস রয়েছে, যা থেকে ভাল ছবি করাই যায়। আমাদের কিংবদন্তী-উপকথাতেও ছড়িয়ে রয়েছে ছবির উপাদান। কিন্তু মজার ব্যাপার এটাই, তিনি নিজে বই পড়তে ভালোবাসেন না। প্রভাবিত হয়ে যাওয়ার ভয়ে ‘টু স্টেটস’ উপন্যাসটিও পড়েননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন