Entertainment News

অর্জুন কপূরকে ধর্ষক বললেন এক মহিলা, তার পর…

সম্প্রতি ইশিকা রাই নামে এক মহিলা টুইটারে অর্জুন কপূরকে ‘ধর্ষক’ বলে মন্তব্য করেছেন। ইশিকা লিখেছেন, ‘‘চেহারা দেখলে এক জন ধর্ষক মনে হয়…’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ১৯:৪১
Share:

অর্জুন কপূর। ছবি: অর্জুনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কথায় কথায় সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তারকাদের হেনস্থা এখন হামেশাই শিরোনামে। এ বার সমালোচনার শিকার অর্জুন কপূর।

Advertisement

সম্প্রতি ইশিকা রাই নামে এক মহিলা টুইটারে অর্জুন কপূরকে ‘ধর্ষক’ বলে মন্তব্য করেছেন। ইশিকা লিখেছেন, ‘‘চেহারা দেখলে এক জন ধর্ষক মনে হয়…’’

এই টুইটটি দেখে অর্জুনও চুপ থাকেননি। সরাসরি মহিলার টুইটের জবাব দিয়েছেন, ‘‘এর থেকে নিম্নমানের ট্রোলিং হয়েছে বলে তাঁর জানা নেই… এক মহিলা নির্লজ্জভাবে, এতটা অবলীলায় ধর্ষক শব্দটা ব্যবহার করছেন। এটা স্রেফ ট্রোলিং নয়, এটা দুঃখজনক।’’

Advertisement

’ ’

অর্জুনের এই টুইটের পরই যদিও ইশিকার টুইটার অ্যাকাউন্টটি পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনি ডিলিট করে দিয়েছেন তাঁর অ্যাকাউন্ট।

সোশ্যাল মিডিয়ার দৌলতে পছন্দের তারকার সঙ্গে কথা বলা এখন অনেকটাই সহজ হয়েছে। আপনি চাইলেই আপনার পছন্দের অভিনেতা-অভিনেত্রীকে টুইট করতে পারেন। অনেক তারকাই আবার তাঁদের ফ্যান, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সরাসরি কথাও বলেন। ফ্যানেরা প্রশংসা করে শুভেচ্ছা জানানোর সঙ্গে অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারকাদের সমালোচনা করতেও ছাড়েন না।

আরও পড়ুন, কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন করিনা!

আরও পড়ুন, অনায়াসে বলিউডে অভিনেত্রী হতে পারেন এই তারকা-স্ত্রীরা

ইদানীং তারকাদের ট্রোলিংয়ের খবর বার বার শিরোনামে এসেছে। বডি শেমিং থেকে ছবির বিষয়— সবেতেই খুঁত ধরে যা খুশি তাই সমালোচনা করা হয়েছে এষা গুপ্ত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়াদের। তাঁদের মধ্যে কেউ মুখ খুলেছেন, কেউ আবার বিষয়টাকে পাত্তাই দেননি। তবে অর্জুনের এই উত্তর নিঃসন্দেহে সমালোচকদের যোগ্য জবাব বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন