Entertainment News

প্রেমিকার সঙ্গে হোলি খেললেন অর্জুন?

শোনা যায়,২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়ণের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই তাঁদের আলাপ। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৩:১৭
Share:

অর্জুন এবং গ্যাব্রিয়েলা।

মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য শেষ হয়ে গিয়েছে অর্জুন রামপালের। সেই সম্পর্কের পর ফের অর্জুনের প্রেমের গসিপ শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার মডেল তথা অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার তাঁর সঙ্গেই চুটিয়ে হোলি খেললেন অর্জুন। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ফের এই সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

অর্জুন-গ্যাব্রিয়েলার একত্রে এ বছরই ছিল প্রথম হোলি। অভিষেক কপূরের দেওয়া হোলিপার্টিতে যুগলে গিয়েছিলেন। পাপারাত্‌জিদের ক্যামেরায় পোজও দেন তাঁরা। তবে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি।

শোনা যায়,২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়ণের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই তাঁদের আলাপ। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। বহু অনুষ্ঠানে একসঙ্গেই যেতে দেখা গিয়েছে অর্জুন-গ্যাব্রিয়েলাকে । ফলে তাঁদের সম্পর্ক শুধুমাত্র আর বন্ধুত্বে আটকে নেই বলেই মত বলি মহলের একটা বড় অংশের।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, সারা আলি খানের চুমুর ভিডিয়ো ভাইরাল?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement