অর্জুন রামপালের টুইস্ট

‘কহানি-২’-মে নয়া টু‌ইস্ট! ফিল্ম এখনও রিলিজ করেনি। কিন্তু, তার আগেই টুইস্ট কী করে দেখা গেল? আসলে, ফিল্মে নয়, টুইস্ট বা মোচড় লেগেছে কহানির-২ অভিনেতার অর্জুন রামপালের হাঁটুতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০৯:০০
Share:

‘কহানি-২’-মে নয়া টু‌ইস্ট! ফিল্ম এখনও রিলিজ করেনি। কিন্তু, তার আগেই টুইস্ট কী করে দেখা গেল? আসলে, ফিল্মে নয়, টুইস্ট বা মোচড় লেগেছে কহানির-২ অভিনেতার অর্জুন রামপালের হাঁটুতে।

Advertisement

গত কয়েক দিন ধরেই কলকাতার রাস্তায় শুটিং চলছে ‘কহানি’র সিক্যুয়েলের। একটা চেজ সিকোয়েন্স করার সময় বাঁ-হাঁটুতে চোট পেলেন বছর তেতাল্লিশের বলি-অভিনেতা অর্জুন। সে ছবি টুইটারে শেয়ারও করেছেন তিনি। যদিও সে অবস্থাতেই ওই চেজ সিকোয়েন্টটা শেষ করেছেন অর্জুন। তবে তার পরই যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। ফলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করাতে হয় তাঁকে। আর চিকিৎসকের কথা মতোই এখন নট নড়ন চড়ন! এক্কেবারে বেড রেস্ট। হাঁটিুতে ব্যান্ডেজ লাগিয়ে সে ছবিই পোস্ট করলেন তিনি। সঙ্গে আবার স্বগতোক্তি, “এখন যন্ত্রণাটা টের পাচ্ছি। কিন্তু, কষ্ট ছাড়া তো কেষ্ট লাভ হয় না!”

Advertisement

আরও পড়ুন

‘আজহার’-এ রবি শাস্ত্রীকে চরিত্রহীন দেখানো হয়েছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement