অসুস্থ আরমান! ছবি: সংগৃহীত।
শীতকাল জুড়ে পর পর গানের অনুষ্ঠান। ভাই অমাল মালিকের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন ‘বিগ বস্’-এর ঘরেও। এর মধ্যেই মনখারাপ করা খবর দিলেন গায়ক আরমান মালিক। শরীর ভাল নেই তাঁর। হাসপাতালে চিকিৎসাধীন।
হাতে আইভি ড্রিপ, পরনে হাসপাতালের পোশাক। এই বেশেই ছবি ভাগ করে নেন আরমান। তাঁর ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সেই ছবির সঙ্গেই আরমান লেখেন, তিনি গত কয়েক দিন হল হাসপাতালে ভর্তি। ক্যাপশনে গায়ক লেখেন, “গত কয়েক দিন একটুও মজায় কাটেনি। কিন্তু এখন আমি ভাল আছি। এখন একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে কিছুটা রিচার্জ করার দরকার।”
তবে আরমানের ঠিক কী হয়েছে, তা তিনি জানাননি। ছবি দেখেই উদ্বিগ্ন অনুরাগীরা প্রশ্ন করতে থাকেন, কী হয়েছে গায়কের? সেই মন্তব্যের অবশ্য কোনও জবাব দেননি গায়ক। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে লেখা, “এই বছরে যে বিষয়গুলির খেয়াল রাখতে চান, সেগুলির অবশ্যই একটা তালিকা বানিয়ে নেবেন।”
বলিউডে গায়ক এবং সঙ্গীত পরিচালক আরমান মালিককে প্রথম সুযোগ দিয়েছিলেন সলমন খান। ২০১৪ সালে সলমন অভিনীত ‘জয় হো’ ছবিতে গান গেয়েছিলেন সলমন। তবে শুধু গান নয়, শরীরচর্চা করার কথাও তাঁকে জানিয়েছিলেন সলমনই।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছিলেন আরমান। ছবির গানের মিউজ়িক ভিডিয়োয় (‘লভ ইউ টিল দি এন্ড’) আরমান এবং তাঁর ভাই আমালকে রাখার সিদ্ধান্ত নেন সলমন। তার জন্য দু’জনকে শরীরচর্চার পাঠ শেখান ভাইজান। আরমান জানিয়েছেন, সলমনের দৌলতে সে যাত্রায় তিনি প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজন কমিয়েছিলেন।