Entertainment News

সলমনের সঙ্গে এই বাচ্চাটিকে চিনতে পারছেন?

ছোট্ট এই বাচ্চাটির বয়সই এখন ২৭। কিন্তু আজও নায়ক তাঁকে কাছছাড়া করতে চান না। কারণ ভাইজানের বড় আদরের তিনি। কে এই ছোট মেয়েটি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ১৮:০০
Share:

চিনতে পারছেন? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

ছোট্ট এই বাচ্চাটির বয়সই এখন ২৭। কিন্তু আজও নায়ক তাঁকে কাছছাড়া করতে চান না। কারণ ভাইজানের বড় আদরের তিনি। কে এই ছোট মেয়েটি?

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পোশাকে সলমন বসে রয়েছেন। সলমনের গলা জড়িয়ে রয়েছে ছোট্ট একটি মেয়ে। তিনি সলমনের ছোট বোন অর্পিতা খান শর্মা। সম্প্রতি অর্পিতা নিজেই শেয়ার করেছেন এই ছবি। ছবিতে সলমন-অর্পিতা ছাড়াও পিছনে দেখা যাচ্ছে চশমা পরা সোহেল খানকে।

আরও পড়ুন: কেন আত্মজীবনী লেখেননি? খোলসা করলেন সলমন

Advertisement

দাদার সঙ্গে অর্পিতা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

এমনিতেই সলমন-অর্পিতার দাদা-বোনের সম্পর্ক বেশ পরিচিত বলি-পাড়ায়। কিছুদিন আগেই অর্পিতার ছেলে আহিলের এক বছরের জন্মদিন উপলক্ষে সপরিবারে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন ভাইজান। সূত্রের খবর, এই ফ্যামিলি গেট টুগেদারে ছিলেন সলমনের বান্ধবী য়ুলিয়াও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement