সলমনের অন্দরমহলে

বম্বে হাইকোর্টের রায়ে স্বস্তি মিলেছিল তাঁর। দেশ জুড়ে ফ্যানেদের উচ্ছ্বাসে বেশ বিহ্বল হয়ে পড়েছিলেন সলমন খান। ফ্যানেদের নিজের কৃতজ্ঞতা জানালেও রায়ের পর তাঁর অন্দরের ছবিটা অজানাই ছিল। এ বার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের নিয়ে সলমনের ছবি টুইট করলেন তাঁর বোন অর্পিতা খান শর্মা।

Advertisement
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৩
Share:

ছবি: টুইটার।

বম্বে হাইকোর্টের রায়ে স্বস্তি মিলেছিল তাঁর। দেশ জুড়ে ফ্যানেদের উচ্ছ্বাসে বেশ বিহ্বল হয়ে পড়েছিলেন সলমন খান। ফ্যানেদের নিজের কৃতজ্ঞতা জানালেও রায়ের পর তাঁর অন্দরের ছবিটা অজানাই ছিল। এ বার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের নিয়ে সলমনের ছবি টুইট করলেন তাঁর বোন অর্পিতা খান শর্মা।

Advertisement

১০ ডিসেম্বর পুরনো একটি মামলায় বেকসুর খালাস পান তিনি। ২০০২ সালের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাথকে চাপা দেওয়ায় অনিচ্ছাকৃত খুনের মামলা থেকে অব্যহতি পেয়েছেন সে দিন। আদালতের রায়ের পর বাড়ির দরজা দিয়ে নয়, তাঁকে ঢুকতে হয়েছিল পাঁচিল টপকে। শনিবারের এই টুইট-পিক্সে দেখা যাচ্ছে, বলিউড সুপারস্টারকে ঘিরে ধরে অর্পিতা, তাঁর স্বামী আয়ূষ শর্মা, অতুল অগ্নিহোত্রী, আয়ান অগ্নিহোত্রী, নির্ভান খান, দীক্ষা জানি-সহ আরও অনেকে।

আরও পড়ুন: •‘মদ খেয়েছিল গাড়িটা, গাড়িটা চালাচ্ছিল ফুটপাথ...’

Advertisement

জোরালো নয় প্রমাণ, সলমন তাই বেকসুর

টুইটের পর তাতে ‘লাইক’ ছড়িয়েছে দু’হাজারের কাছাকাছি, ফ্যানেরা তা রি-টুইটও করেছেন। আর এতে দৃশ্যতই স্বস্তির দিহ্ন সলমনের মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement