Arshad Warsi

দেশের শেয়ার বাজারে নিষিদ্ধ হলেন আরশাদ ওয়ারসি, কোন কেলেঙ্কারিতে নাম জড়াল?

আরশাদ এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি, ৫ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে দম্পতিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৪:০৬
Share:

কোন কেলেঙ্কারিতে নাম জড়াল আরশাদের? ছবি: সংগৃহীত।

প্রায় তিন দশক ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত আরশাদ ওয়ারসি। বিতর্ক থেকে সব সময় নিজেকে শতহস্ত দূরে রাখার চেষ্টা করেন তিনি। এ হেন অভিনেতারই নাম জড়িয়ে পড়ল ভারতের শেয়ার বাজারে বেআইনি লেনদেনে। বেআইনি ভাবে শেয়ার কেনাবেচার অভিযোগে সিকিওরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ভারতের শেয়ার মার্কেটে আরশাদ এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা ছাড়াও ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে তাঁদের। পাশাপাশি, ১.০৫ কোটি টাকার অবৈধ লাভের অঙ্ক ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

‌২০১৬ সাল থেকে দু’টি ইউটিউব চ্যানেলে শেয়ার বাজার সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করা হত। একটি টেলিভিশন চ্যানেলের শেয়ার মূল্য বাড়তে পারে বলে ইউটিউব চ্যানেল দু’টির তরফে জানানো হয়। পরে ওই টেলিভিশন চ্যানেলের শেয়ারের কেনাবেচা হঠাৎ বাড়তে থাকায় বিষয়টি সেবি’র নজরে পড়ে। সেবি খেয়াল করে, ওই চ্যানেল সংস্থার শেয়ারের মূল্য কারচুপি করে বাড়ানো হয়েছে। বেআইনি ভাবে মোট ৪১.৮৫ কোটি টাকা উপার্জন করেছে। এর সঙ্গে ৩১ জনের নামও জড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে অন্যতম হলেন আরশাদ এবং তাঁর স্ত্রী। সেবি’র নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মাথায় ৪১.৮৫ কোটি ৩১ জনকে জমা করতে হবে। যদিও অভিনেতার দাবি, শেয়ার বাজার নিয়ে তাঁর তেমন কোনও জ্ঞানই নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement