এক অন্য ইয়ারি কথা

প্রথমে এ রকমই শোনা গিয়েছিল যে, ‘তিন ইয়ারি...’র সিকুয়েল তৈরি করছেন পরিচালকদ্বয়। কিন্তু সুদেষ্ণা স্পষ্ট জানিয়ে দিলেন, এটা সিকুয়েল নয়। গল্প এবং ট্রিটমেন্ট অনুযায়ী সম্পূর্ণ় আলাদা একটা ছবি।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০৭:৩০
Share:

রাহুল, তনুশ্রী, ঋত্বিক

তিন বন্ধুর গল্প। তিন জনেরই আলাদা আলাদা ক্রাইসিস। প্রেম, জীবন, কেরিয়ার নিয়ে তাদের নানা রকম ওঠাপড়া। এ রকমই একটা গল্প নিয়ে ছবি করতে চলেছেন সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ। তিন বন্ধুর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় এব‌ং ইন্দ্রজিৎ চক্রবর্তী। গল্পটা বাইরে থেকে আলগোছে শুনলে মনে হতে পারে, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ অভিনীত ‘তিন ইয়ারি কথা’রই একটা ভার্সন। প্রথমে এ রকমই শোনা গিয়েছিল যে, ‘তিন ইয়ারি...’র সিকুয়েল তৈরি করছেন পরিচালকদ্বয়। কিন্তু সুদেষ্ণা স্পষ্ট জানিয়ে দিলেন, এটা সিকুয়েল নয়। গল্প এবং ট্রিটমেন্ট অনুযায়ী সম্পূর্ণ় আলাদা একটা ছবি। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।

Advertisement

সুদেষ্ণার কথায়, ‘‘তিন বন্ধুর এক জন লেখক। সে একটা রাইটার্স ব্লকের মধ্য দিয়ে যাচ্ছে। ওই রোলটা করছে ঋত্বিক। আর এক জন সোনার দোকানের মালিক। যে চরিত্রে দেখা যাবে রাহুলকে। অন্য জন ব্যবসায়ী। যে চরিত্রে আছে ইন্দ্রজিৎ। যে লেখক, তার রাইটার্স ব্লক কাটানোর জন্য ওরা সকলে একটা জার্নিতে যায়। বাকি দু’জনের জীবনেও বিভিন্ন রকম সমস্যা। ওই জার্নিতেই সব কিছুর সুরাহা হয়। শিগগিরই আউটডোর লোকেশনের রেকিতে বেরোব আমরা। সম্ভবত শিলংয়ে হবে ওই পার্টটা।’’ তিন বন্ধুর কথাবার্তার মাধ্যমে সমস্যাগুলো সামনে আসে। বিভিন্ন পাকিয়ে থাকা তালগোলের জন্য স্ত্রীরাও ছেড়ে চলে যায় তাদেরকে। পরিচালক জানালেন, ছবিটায় হাসি-মজা-দুঃখ সবই আছে, ‘‘তার সঙ্গে রয়েছে অদ্ভুতু়়ড়ে কিছু ঘটনাও।’’ ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী এবং দেবলীনা কুমার। অন্য একটি চরিত্রে দেখা যাবে আর্যাকেও। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সমদর্শী দত্ত, খরাজ মুখোপাধ্যায় এবং খরাজ-পুত্র বিহু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন