Shah Rukh khan

শাহরুখকে শুটিং সেটে বাবা বলে ডাকেন না আরিয়ান! কোন পেশাদার নামে সম্বোধন করেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ ও আরিয়ানের সম্পর্ক নিয়ে কথা বলেন কোরিয়োগ্রাফার মুদস্সর খান। তিনিও ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ কাজ করেছেন। তাই খুব সামনে থেকেই দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৫:৫২
Share:

আরিয়ান বাবা বলে ডাকেন না শাহরুখকে! ছবি: সংগৃহীত।

ক্য়ামেরার সামনে গম্ভীর মুখে ধরা দেন। তবে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে অন্য় ভাবে দেখা গিয়েছিল আরিয়ান খানকে। একই মঞ্চে দেখা গিয়েছিল বাবা ও ছেলেকে। শাহরুখ খানকে পাশে রেখে সেই দিন আরিয়ান বলেছিলেন, “আমার কাজটা সকলে দয়া করে দেখবেন। চেষ্টা করেছি নানা ভাবে। তবে শেষরক্ষা না হলেও, পাপা পাশে আছেন!” শাহরুখ-পুত্রের মুখে ‘পাপা’ ডাক শুনে আবেগপ্রবণ হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে শাহরুখকে মোটেই ‘পাপা’ বলে ডাকেন না আরিয়ান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ ও আরিয়ানের সম্পর্ক নিয়ে কথা বলেন কোরিয়োগ্রাফার মুদস্সর খান। তিনিও ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ কাজ করেছেন। তাই খুব সামনে থেকেই দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। মুদস্সর দেখেছেন, বাবা বলে শাহরুখকে ডাকেন না আরিয়ান। কাজের সেটে নিজের বাবাকে ‘স্যর’ বলে ডাকেন আরিয়ান। সিরিজ়ে একটি গানের প্রদর্শন নিয়ে শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আরিয়ান। সঙ্গে ছিলেন মুদস্সর। তাঁর কথায়, “শাহরুখ স্যর ভ্যানিটি ভ্যানে ছিলেন। ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ভিতরে যাই। আরিয়ান ধৈর্য ধরে অপেক্ষা করছিল। শাহরুখ স্যর ফোনে কথা বলে সেরে আমাদের দিকে ফিরলেন। তখন ওঁকে আরিয়ানও ‘স্যর’ বলে সম্বোধন করল।”

কাজের জায়গায় বাবার সঙ্গে পেশাদার আচরণ করেন আরিয়ান, জানান কোরিয়োগ্রাফার। এক বার নয়, একাধিক বার বাবাকে ‘স্যর’ বলেই সম্বোধন করছিলেন আরিয়ান। কোনও ভাবেই তাঁর মুখ দিয়ে ‘বাবা’ শব্দটি বেরিয়ে আসেনি। মুদস্সর জানান, তিনি আরিয়ানের জায়গায় থাকলেও ‘বাবা’ বলেই সম্বোধন করতেন। শাহরুখ-পুত্রের এই বিনয়ী আচরণে সেই দিন তিনি মুগ্ধ হয়েছিলেন।

Advertisement

উল্লেখ্য, আরিয়ানের এই সিরিজ় সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এই সিরিজ় নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। আরিয়ানের এই সিরিজ়ে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement