Shah Rukh Khan birthday

শাহরুখের ছায়াসঙ্গী তিনি, ভাগ করে নেন জন্মদিনও! বাদশার থেকে বছরে কোটি কোটি টাকা পান কে?

আবিশ্ব অনুরাগীরা শাহরুখ খানকে নিয়ে মুগ্ধ। ৯০-এর দশক থেকে আজ পর্যন্ত বলিউডের সেরার আসনে তিনি। নিজেই শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনিই বলিউডের শেষ তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৪:৩৪
Share:

শাহরুখের ছায়াসঙ্গীর জন্মদিনও একই দিনে। ছবি: সংগৃহীত।

সারা বিশ্ব মেতেছে শাহরুখ খানের জন্মদিনে। এই দিনকে উদ্‌যাপন করছেন দেশ-বিদেশের মানুষ। তবে এই দিন শুধুই বলিউডের বাদশার জন্মদিন নয়। কর্মজগতে তাঁর সব সময়ের সঙ্গীরও জন্মদিন এই একই দিনে। তাই শাহরুখ নিজেও মেতেছেন উদ্‌যাপনে। ২ নভেম্বর শাহরুখের আপ্তসহায়ক পূজা দদলানীরও জন্মদিন।

Advertisement

আবিশ্ব অনুরাগীরা শাহরুখ খানকে নিয়ে মুগ্ধ। ৯০-এর দশক থেকে আজ পর্যন্ত বলিউডের সেরার আসনে তিনি। নিজেই শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনিই বলিউডের শেষ তারকা। তাঁর পরে আর কোনও তারকার জন্ম হবে না। শাহরুখের নিজস্ব ব্যক্তিত্ব ও অভিনয় তো রয়েছেই। তবে এর নেপথ্যে রয়েছে পূজারও অবদান। তা অবলীলায় স্বীকার করেন বাদশা।

গত ১২ বছর ধরে শাহরুখের আপ্তসহায়ক পূজা। তবে শুধু পেশার সম্পর্ক নয়। শাহরুখের ছায়াসঙ্গীর মতোই থাকেন। শাহরুকের পরিবারেরও অংশ হয়ে উঠেছেন তিনি। গৌরী খানের সঙ্গেও সুসম্পর্ক তাঁর। পেশার জগতে শাহরুখ যা যা সিদ্ধান্ত নেন, তার মধ্যে পূজার বিশেষ অবদান থাকে। কোন প্রযোজনা সংস্থার সঙ্গে বাদশা কাজ করবেন, কোন পণ্যের হয়ে প্রচার করবেন, সেই সবকিছুর পর্যালোচনা প্রথমে আপ্তসহায়কই করেন। তার পরে অন্তিম সিদ্ধান্ত নেন শাহরুখ। তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, পূজার ব্যবসায়িক বুদ্ধি প্রবল। তাই বিভিন্ন অনুষ্ঠান, সম্মেলনে শাহরুখের ছায়াসঙ্গীর মতো সঙ্গে থাকেন পূজা।

Advertisement

অনবরত পরামর্শ দেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পান পূজা দদলানী। বছরে ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন তিনি। জানা যায়, পূজার উপরে সম্পূর্ণ ভাবে নির্ভর করেন শাহরুখ। তাই তাঁর ছবি মুক্তির তারিখ, প্রেক্ষাগৃহ সংক্রান্ত বিষয়ও পূজা দেখাশোনা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement