শাহরুখ খানের জন্মদিনে বড় ঘোষণা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আকাশের রাতজাগা তারারা সাক্ষী। রুপোলি পর্দার একঝাঁক তারকা এ দিন রাত জেগেছেন। উল্লাসে মেতেছেন। উদ্যাপন করেছেন শাহরুখ খানের ৬০তম জন্মদিন। ফরাহ খান সেই আনন্দঘন মুহূর্তের কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সেখানেই দেখা গিয়েছে, অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দা উপস্থিত! অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে কিং খানের মেয়ে সুহানা খান সম্পর্কে আছেন? অমিতাভ আর খান পরিবারের হৃদ্যতার কথাও কারও অজানা নয়। নব্যার উপস্থিতি তাই জল্পনা উস্কে দিয়েছে। বাবার জন্মদিনে কি মেয়ের ভালবাসায় সিলমোহর পড়বে? এমন সম্ভাবনাও নাকি কল্পনা করে ফেলেছে বলিউড!
শাহরুখ খানের জন্মদিনে কর্ণ জোহর, রানি মুখোপাধ্যায়, ফরাহ খান। ছবি: ইনস্টাগ্রাম।
বছর দুয়েক আগেও শাহরুখের জন্মদিনে ‘মন্নত’-এর সামনে উপচে পড়া ভিড় ছিল। মধ্যরাতে ছাদে উঠে দু’পাশ দুই হাত ছড়িয়ে দিয়ে ‘সিগনেচার পোজ়’-এ তিনি। অগুনতি ভক্তসমাগম এবং তাঁদের পাগলামি। কেক এনে তাঁকে উদ্দেশ করে রাস্তায় দাঁড়িয়ে তাঁদের কেক কাটার ধুম— রীতিমতো ‘বীর পুজো’র আয়োজন। গত বছর থেকে এই ছবিতে অল্প বদল। ভক্তরা আসেন। শাহরুখ আগের মতো দু’হাত বাড়িয়ে আহ্বান জানান না!
তা বলে কি উৎসব বন্ধ? ফরাহ খান, কর্ণ জোহর, রানি মুখোপাধ্যায়, অনন্যা পাণ্ডে-সহ শাহরুখের খুব কাছের কিছু জন শনিবারের মধ্যরাতের পার্টিতে হাজির। তাঁরা নেচেছেন, গেয়েছেন, কেক কেটেছেন। খানাপিনা, নাচাগানা— বাদ ছিল না। প্রত্যেকে কিং খানকে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন। খবর, রবিবার শাহরুখ-সুহানার প্রথম ছবি ‘কিং’-এর (নাম পরিবর্তিত হতে পারে) টিজ়ার মুক্তি পেতে পারে।