রণবীরের সঙ্গে রোমান্স করবেন ঐশ্বর্যা?

সবেমাত্র ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর তকমা পেয়েছেন তিনি। কেরিয়ারে চলছে ভাঁটার টান। আর এর মধ্যেই শোনা গেল ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে রোমান্স করবেন নায়ক। তিনি রণবীর কপূর। তাঁর আর ঐশ্বর্যার যে রোমান্সের খবর শোনা যাচ্ছে তা সত্যি! তবে বাস্তবে নয়, রূপোলি পর্দায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩০
Share:

সবেমাত্র ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর তকমা পেয়েছেন তিনি। কেরিয়ারে চলছে ভাঁটার টান। আর এর মধ্যেই শোনা গেল ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে রোমান্স করবেন নায়ক। তিনি রণবীর কপূর। তাঁর আর ঐশ্বর্যার যে রোমান্সের খবর শোনা যাচ্ছে তা সত্যি! তবে বাস্তবে নয়, রূপোলি পর্দায়। কর্ণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মাও। এই মুহূর্তে লন্ডনে ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর-অনুষ্কা। শোনা গিয়েছিল দিনকয়েকের মধ্যেই সেখানেই হাজির হবেন বচ্চন-বধূ। কিন্তু জানা গিয়েছে, লন্ডনে নয়, ভিয়েনাতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ইউনিটের সঙ্গে যোগ দেবেন তিনি। প্যারিসে একটা রোমান্টিক গানের শুটিং করবেন রণবীর-ঐশ্বর্য।

Advertisement

আপাতত ‘জজবা’র প্রচারে ব্যস্ত রয়েছেন ঐশ্বর্য। এই ছবি দিয়ে পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ২০১০-এ শেষ বার সঞ্জয় লীলা বনশালীর ‘গুজারিশ’এ অভিনয় করেছিলেন তিনি। তাই পাঁচ বছর পর তাঁর ‘কামব্যাক’ ছবি নিয়ে বেজায় টেনশনে রয়েছেন ঐশ্বর্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement