—প্রতিনিধিত্বমূলক ছবি।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে দিল্লি পুলিশ বৃহস্পতিবার আম আদমি পার্টি (আপ)-র নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা এবং আদিল আহমেদ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
পুলিশের অভিযোগ, ১৭ এবং ১৮ ডিসেম্বর তাঁরা নিজেদের এক্স-হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ওই ভিডিয়োতে স্যান্টা ক্লজের পোশাক পরা ব্যক্তিকে উপহাস করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের দাবি! প্রসঙ্গত, ভিডিয়োটিতে দেখা গিয়েছে বড়দিনে দিল্লিতে পৌঁছে দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সান্তা।
খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করেছেন আপ নেতৃত্ব। দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপের দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ বৃহস্পতিবার বলেন, “স্যান্টা ক্লজের ওই ভিডিয়ো নাটকের মাধ্যমে আমরা দূষণের সমস্যার বিষয়টি দিল্লিবাসীর কাছে পৌঁছে দিয়েছি। যা বিজেপি পরিচালিত দিল্লি এবং কেন্দ্রীয় সরকারকে সমস্যায় ফেলেছে।’’ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই শাহের মন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন সৌরভ।