Salman Khan

প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন! এ বার সলমনকে পাল্টা তোপ দাগলেন অশনীর গ্রোভর

সেই রাগ পুষে রেখেছিলেন অশনীর। এক বছর পরে ‘বিগ বস্‌’-এর আদলেই একটি অনুষ্ঠানের সঞ্চালক তিনি। এ বার সলমনকে পাল্টা তোপ দাগলেন অশনীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫
Share:

সলমন খানকে আবার খোঁচা অশনীরের! ছবি: সংগৃহীত।

গত বছর ‘বিগ বস্‌ ১৮’-এর মঞ্চে উদ্যোগপতি অশনীর গ্রোভরকে একহাত নিয়েছিলেন সলমন খান। সেই রাগ পুষে রেখেছিলেন অশনীর। এক বছর পরে ‘বিগ বস্‌’-এর আদলেই একটি অনুষ্ঠানের সঞ্চালক তিনি। এ বার সলমনকে পাল্টা তোপ দাগলেন অশনীর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রিয়্যালিটি শো’ নিয়ে প্রশ্ন করা হয় অশনীরকে। তিনি তখন দাবি করেন, ছোটপর্দায় একটি রিয়্যালিটি শো হয় যেখানে এক বড় তারকা সঞ্চালনা করেন। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সঞ্চালককে। কারও নাম না করে এই তোপ দেগেছেন অশনীর। কিন্তু নেটাগরিক নিশ্চিত, অশনীরের নিশানায় সলমন।

অশনীর সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “এই রিয়্যালিটি শোগুলির কেন্দ্রে প্রতিযোগীদেরই থাকা উচিত। তবে সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, ভারতেও একটি বড় মাপের রিয়্যালিটি শো রয়েছে, যেখানে সঞ্চালনা করেন এক বড় মাপের তারকা। সেই কারণেই প্রতিযোগীদের থেকে ওই সঞ্চালকই বেশি থাকেন ওই অনুষ্ঠানের কেন্দ্রে। কিন্তু বিষয়টা হল, সারা সপ্তাহ কারা কষ্ট করছেন?” নাম না করে সঞ্চালকের উদ্দেশে তিনি বলেছেন, “ভাই, আপনি তো শুধু সপ্তাহান্তে আসেন। ২৪ ঘণ্টা তো প্রতিযোগীরাই কষ্ট করছেন।” অশনীর মনে করেন, অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতেই বেশি ক্ষমতা থাকা উচিত, সপ্তাহে একবার আসেন এমন সঞ্চালকের কাছে নয়।

Advertisement

‘বিগ বস্‌ ১৮’-এর মঞ্চে সলমন খানের মুখোমুখি হয়েছিলেন অশনীর গ্রোভর। অশনীর গ্রোভর একটা সময়ে সলমন খানকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি দাবি করেছিলেন। সেই দাবির সত্যতা সম্পর্কে সরাসরি উদ্যোগপতিকে জিজ্ঞাসা করেছিলেন ভাইজান। পুরনো হিসাব নিয়ে বোঝাপড়া করেছিলেন তাঁরা দু’জনে। এমনকি ক্যামেরার সামনে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন অশনীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement