৬ কোটির ওয়েডিং রিং পরে পার্টিতে হাজির আসিন

ফ্যানেদের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ? নজর কেড়েছে তাঁর আঙুলের বহুমূল্য আংটিও। কানাঘুঁষো, সেই আংটির দাম না কি ৬ কোটি টাকা! সলমনের বার্থডে পার্টিতে এই আংটি পরেই হাজির হয়েছিলেন আসিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:১৮
Share:

তাঁর বিয়ে নিয়ে জল্পনার অন্ত নেই। আর হবে না-ই বা কেন? নতুন বছরেই গজনির নায়িকা গাঁটছড়া বাঁধতে চলেছেন যে। আগামী ২৩ জানুয়ারি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে তাঁর বিয়ে। ঘটক অক্ষয় কুমার। বলাই বাহুল্য বিয়ের তোড়জোড়ও তুঙ্গে। কিন্তু বিয়ে নিয়ে কথা বলা একেবারেই পছন্দ করছেন না আসিন। তবে ফ্যানেদের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ? নজর কেড়েছে তাঁর আঙুলের বহুমূল্য আংটিও। কানাঘুঁষো, সেই আংটির দাম না কি ৬ কোটি টাকা! সলমনের বার্থডে পার্টিতে এই আংটি পরেই হাজির হয়েছিলেন আসিন। আসিন-রাহুলের ওয়েডিং কার্ডও ছিল এরকমই নজরকাড়া।

Advertisement

সব মিলিয়ে বলাই যায়, আরও একটা গ্র্যান্ড ওয়েডিং দেখতে চলেছে বলিউড।


সেই আংটি পরে রাহুল শর্মার সঙ্গে আসিন। ছবি: টুইটার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement