কাজ পাচ্ছেন না তেমন, জন্মদিনে আক্ষেপ ‘তিয়াত্তুরে’ যুবকের

বয়স ৭৩। কিন্তু মনে এখনও তরুণ তিনি। এটাই তো জানত আমজনতা। রবিবার ৭৪-এ পা দিয়ে কেরিয়ার নিয়ে কিছুটা অন্য গল্প শোনালেন অমিতাভ বচ্চন। তাঁর দাবি, কাজ পাওয়ার ক্ষেত্রে বয়সটা ফ্যাক্টর। ৭৩ বছর বয়সে এসে তাঁরও কাজ পেতে নাকি অসুবিধে হচ্ছে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ১২:৩৬
Share:

বয়স ৭৩। কিন্তু মনে এখনও তরুণ তিনি। এটাই তো জানত আমজনতা। রবিবার ৭৪-এ পা দিয়ে কেরিয়ার নিয়ে কিছুটা অন্য গল্প শোনালেন অমিতাভ বচ্চন। তাঁর দাবি, কাজ পাওয়ার ক্ষেত্রে বয়সটা ফ্যাক্টর। ৭৩ বছর বয়সে এসে তাঁরও কাজ পেতে নাকি অসুবিধে হচ্ছে!

Advertisement

এ কী বলছেন বিগ বি? ইন্ডাস্ট্রিতে যিনি বটবৃক্ষের মতো তাঁর কাজ পেতে সমস্যা হচ্ছে?

অমিতাভের কথায়, ‘‘আমার বয়সে এসে কাজ পাওয়াটা সত্যিই সমস্যার। আমার অবস্থা বাকিদের থেকে আলাদা কিছু নয়। একথা ঠিকই এ বছরে আমি পিকু, শামিতাভ, ওয়াজিরের মতো ছবি করেছি। যেগুলো আমাকে অনেক সম্মান এনে দিয়েছে। কিন্তু আলাদা কোনও চরিত্র এখন আর পাই না।’’

Advertisement

চাকরিবাকরি করলে অবসরের বয়স ৬০। অমিতাভ তা পেরিয়ে এসেছেন ১৩ বছর আগেই। এখনও দিন-রাত পরিশ্রম করে শুটিং করেন। তাঁর এনার্জি দেখে সাহস পায় নতুন প্রজন্ম। এই এনার্জির রহস্য কী? শাহেনশার কথায়, ‘‘এখনও যে কাজ করতে পারছি এটা ভেবে ভাল লাগছে। যত দিন শরীরে দেবে আমি কাজ করে যাব।’’

তিয়াত্তরেও রঙিন শাহেনশা

আসন্ন টেলিভিশন শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নিয়ে খুবই আশাবাদী অমিতাভ। বহুদিন পর পছন্দের চিত্রনাট্য পেয়ে ফের ছোটপর্দায় ফিরতে রাজি হয়েছেন তিনি। বড় পর্দায় পছন্দের কাজ না পেয়েই কি ফের ছোটপর্দার জার্নি শুরু? খোলসা করেননি ‘অ্যাংরি ইয়াং ম্যান’।

মেয়ের হাতের রান্না আর নাতনির সঙ্গই অমিতাভের বার্থ ডে গিফট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন