‘শো বিজ়নেসে আছি বলে ব্যর্থতা লোকের চোখে ধরা পড়ে’

বলছেন আথিয়া শেট্টি। আড্ডা দিলেন আনন্দ প্লাসের সঙ্গেবলছেন আথিয়া শেট্টি। আড্ডা দিলেন আনন্দ প্লাসের সঙ্গে

Advertisement

অন্তরা মজুমদার

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০১:০৯
Share:

আথিয়া

প্র: বাদশার সঙ্গে ‘নবাবজ়াদে’র স্পেশ্যাল গানে দেখা যাবে আপনাকে। এক্সাইটে়ড?

Advertisement

উ: ভীষণ! বাদশা কতগুলো হিট দিয়েছে বলুন তো? হি ইজ় ভেরি ট্যালেন্টেড। আমার মনে হয়, ইন্ডিয়ান মিউজ়িক ওর জন্য অনেকটাই বদলেছে। আর আমি নাচতে ভীষণ ভালবাসি। তাই এই মিউজ়িক ভিডিয়োটা করে খুব মজা পেয়েছি।

প্র: নতুন ছবি ‘মোতিচুর চকনাচুর’-এ আপনার বিপরীতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। টেনশনে আছেন?

Advertisement

উ: এখন তো অফিশিয়ালি কিছু বলতে পারব না। সবে খবরটা বেরিয়েছে।

প্র: আপনার অভিনয় নিয়ে অনেক সমালোচনা হয়। কী ভাবে নেন সেগুলো?

উ: সমালোচনা কোন ক্ষেত্রে হয় না! আমরা যেহেতু শো বিজ়নেসে আছি, তাই আমাদের ব্যর্থতাগুলো লোকের চোখে ধরা পড়ে বেশি। সবে তো কেরিয়ার শুরু করেছি, ফলে গঠনমূলক সমালোচনা যদি পাই, তা হলে আমার পক্ষে সেটা ভালই।

প্র: অনেকে বলেন, নিজের লুকের ব্যাপারে আপনি অনেক বেশি সচেতন। আপনার স্টাইলের অনুপ্রেরণা কে?

উ: আমার মা। নিজেকে যে ভাবে মা ক্যারি করেন, শেখার মতো। মায়ের কালেকশনে দারুণ সব এথনিক পোশাক রয়েছে।

প্র: আপনি সোশ্যাল মিডিয়াতেও তো বেশ সক্রিয়...

উ: আসলে ফলোয়ারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্যই আমি ঘনঘন পোস্ট দিই। আমি চাই আমার নর্মাল জীবনটা সম্পর্কে তাঁদের একটা ধারণা থাকুক। এমনিতে কিন্তু আমি খুবই সাধারণ জীবন কাটাই।

প্র: আপনার কেরিয়ারে বাবা সুনীল শেট্টির প্রভাব কী রকম?

উ: উনি আমার সবচেয়ে বড় সমালোচক। ওঁর সমালোচনার মধ্যে একটা ব্রুটাল অনেস্টি থাকে। জীবনে যখন যে সমস্যায় পড়েছি, সবার আগে ওঁর কাছেই গিয়েছি।

প্র: ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু কে?

উ: আমার বেস্ট ফ্রেন্ড কৃষ্ণা শ্রফ। টাইগারের বোন। বলতে গেলে আমরা একসঙ্গেই বড় হয়েছি।

প্র: নাচ ছাড়া আর কী করতে ভালবাসেন?

উ: বই পড়তে। মেরিল স্ট্রিপের অটোবায়োগ্রাফি পড়লাম। ওঁর জীবনটা আমাকে বড্ড ইন্সপায়ার করে।

প্র: জীবনে প্রেম আছে?

উ: এখন খালি পেশাদারিত্বই আছে। প্রেম যখন হওয়ার, তখন হবে।

প্র: অভিনেত্রী না হলে কী হতেন?

উ: ফ্যাশন ডিজ়াইনার। বা হয়তো কোনও পত্রিকার সঙ্গে ক্রিয়েটিভ কাজ করতাম। কোনও বোরিং কাজ আমার দ্বারা হতো না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন