Japanese band

মাত্র ৮ সেকেন্ডেই শেষ ব্যান্ডের পারফরম্যান্স! কেন জানেন?

টোকিওর এক জনপ্রিয় শপিং মলে সেই নজিরবিহীন পারফরম্যান্স হয়ে গেল ‘গোল্ডেন বম্বার’-এর। নির্দিষ্ট স্টেজে না উঠে ব্যান্ডের সদস্যরা বসেছিল স্টেজের পাশে। স্টেজ খালি। স্টেজের মাথার উপর বিশাল স্ক্রিনে চলছে কাউন্টডাউন। এর পর হঠাৎই ছুটে এসে স্টেজে উঠে পড়ে ব্যান্ডের সদস্যরা। শুরু করে দেয় গান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ১৬:০১
Share:

মাত্র আট সেকেন্ডেই শেষ হয়ে যায় ‘গোল্ডেন বম্বার’-এর পারফরম্যান্স।

গানের জগতে নজির গড়ল এক নয়া জাপানি ব্যান্ড। ব্যান্ডের নাম ‘গোল্ডেন বম্বার’। গান নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে বিশ্বের প্রায় সমস্ত ব্যান্ডই। কখনও উপস্থাপনার ধরনে, কখনও বা গানের ধারায় বৈচিত্র এনেছেন অনেকেই। কিন্তু সম্প্রতি চমকের বিচারে সবাইকেই পিছনে ফেলে দিয়েছে জাপানি ব্যান্ড ‘গোল্ডেন বম্বার’। তাদের নতুন গানের প্রচারে এ বার এক চমকপ্রদ পারফরম্যান্স করল এই ব্যান্ড। এই পারফরম্যান্সটি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে ‘এইট সেকেন্ড এনকাউন্টার’ নামে।

Advertisement

টোকিওর এক জনপ্রিয় শপিং মলে সেই নজিরবিহীন পারফরম্যান্স হয়ে গেল ‘গোল্ডেন বম্বার’-এর। নির্দিষ্ট স্টেজে না উঠে ব্যান্ডের সদস্যরা বসেছিল স্টেজের পাশে। স্টেজ খালি। স্টেজের মাথার উপর বিশাল স্ক্রিনে চলছে কাউন্টডাউন। এর পর হঠাৎই ছুটে এসে স্টেজে উঠে পড়ে ব্যান্ডের সদস্যরা। শুরু করে দেয় গান। আর মাত্র আট সেকেন্ডের মধ্যেই মাইক ছুড়ে ফেলে দিয়ে আবার দৌড়ে স্টেজ ছেড়ে চলে যান ব্যান্ডের সকলেই। হ্যাঁ, কোনও ভুল হচ্ছে না! মাত্র আট সেকেন্ডেই শেষ হয়ে যায় ‘গোল্ডেন বম্বার’-এর পারফরম্যান্স। এই ঘটনায় কিছু ক্ষণের জন্য হতবাক হয়ে যান ভক্তরা। প্রচারের অভিনবত্বটা আন্দাজ করতে পেরে এর পরই অবশ্য চিৎকারে ফেটে পড়ে সবাই। এর পর অবশ্য ভক্তদের নাছোড় অনুরোধে গোটা গানটাই গেয়ে শোনায় এই ব্যান্ড।

আরও পড়ুন: কিশোরের কান থেকে বেরল ডজনখানেক পোকা! দেখুন ভিডিও

Advertisement

‘গোল্ডেন বম্বার’-এর ভক্তদের কাছে এই চমক নতুন কিছু নয়। এই ব্যান্ডের একটি অন্যতম বৈশিষ্ট্য তাঁদের মেকআপ এবং পোশাক। এ ছাড়াও এই ব্যান্ডের অন্য একটি বিশেষত্ব, তাঁদের ‘এয়ার গিটার’-এর পারফরম্যান্স। ‘গোল্ডেন বম্বার’-এর পারফরম্যান্সগুলি মূলত ডিজিটাল ট্র্যাক নির্ভর। লিড সিঙ্গার ছাড়া কেউই সেক্ষেত্রে কোন বাদ্যযন্ত্র বাজান না। শুধু বাজানোর অভিনয় করে থাকেন। তাই আট সেকেন্ডের গানের মতো অদ্ভুত পারফরম্যান্স তো তাঁদের থেকেই আশা করা যায়!

দেখুন ভিডিও:

ভিডিও সৌজন্যে ওরিকন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement