Rukmimi MOitra

পোড়া রুটি তৈরি করে অস্বস্তিতে রুক্মিণী?

জানা নেই। তবে নিজের হাতে যত্ন করে এমনই পোড়া রুটি বানিয়েছেন তিনি, নিজেই সোশ্যাল পেজে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৬:৫৩
Share:

পোড়া রুটি নিয়ে ​রুক্মিণী।

রুটি আকারে পুরো ভারতের ম্যাপ! পুড়ে গিয়ে কড়কড়ে, শক্ত। গায়ে আবার এক জোড়া চোখ, নাক, মুখ, কপালে কাটা দাগ! এই রুটি রুক্মিণী মৈত্র আবীর চট্টোপাধ্যায়কে খাইয়েছেন?

Advertisement

জানা নেই। তবে নিজের হাতে যত্ন করে এমনই পোড়া রুটি বানিয়েছেন তিনি, নিজেই সোশ্যাল পেজে জানিয়েছেন। রুটির দশা দেখে হতাশ অনুরাগীরা। দেবের কথা ভেবে হয়ত কপালও চাপড়াচ্ছেন। সে সবে মাথা না ঘামিয়ে রুক্মিণী ফাঁস করেছেন, জিৎ প্রোডাকশনের ‘সুইৎজারল্যান্ড’ করতে গিয়ে তিনি নাকি এ রকম আরও পোড়া রান্না রেঁধেছেন!

অর্থাৎ, পুরো ছড়িয়েছেন তিনি এই ছবিতে? আগের এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি এ ভাবেই অনেক কাজ শিখে গিয়েছেন। রুটি, লুচি বেলা, কাপড় কেচে নিংড়ে মেলে দেওয়ার মতো সংসারের আরও অনেক খুঁটিনাটি।

Advertisement

নরম গোলাপি কুর্তির উপরে হাল্কা গেরুয়া শীত পোশাক। চুলে বিনুনি। ঘরোয়া মধ্যবিত্ত বাড়ির বউয়ের সমস্ত চিহ্ন তাঁর সারা শরীরে। এই নিয়েই রুক্মিণী আগামী ছবিতে ‘রুমি’। ছবিতে তাঁর আর আবীরের দুই সন্তান। এই প্রথম দেবের হাত ছেড়ে টলিউডের অন্য নায়কের বিপরীতে অভিনয় করলেন তিনি।
জিতের হাতে ‘বান্ধবী’কে ছেড়ে দেব নিশ্চিন্ত? রুক্মিণীর দাবি, সাংসদ-তারকা নিজেই নাকি বলেছেন, এই ছবিতে অভিনয়ের জন্য। দীর্ঘ অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, ‘সুইৎজারল্যান্ড’ রুক্মিণীর অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে।

আপাতত দীপাবলি রিলিজ নিয়ে দারুণ উত্তেজিত নায়িকা। ১৩ নভেম্বর, আগামিকাল মুক্তি পাচ্ছে ‘সুইৎজারল্যান্ড’। অকপটে জানিয়েছেন, তাঁর হাতের এ রকম আরও পোড়া রান্নার হদিশ পেতে গেলে দর্শককে আসতেই হবে প্রেক্ষাগৃহে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement