Entertainment News

বাহুবলী দেখতে ৩ কিলোমিটার লাইন দিলেন দর্শকরা!

বাহুবলীকে কেন মেরেছিল কাটাপ্পা, শুধু এই প্রশ্নের উত্তর জানতেই এত ভিড়! বছর দু’য়েক ধরে চলতে থাকা অন্যতম ‘গুরুত্বপূর্ণ’ এই প্রশ্নের উত্তর পেতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামিকালই মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। খুব স্বাভাবিক ভাবেই বাহুবলী-জ্বরে আক্রান্ত গোটা দেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ১৭:২৬
Share:

রোদ মাথায় নিয়েও টিকিটের লাইনে মানুষ। ছবি: ইউটিউবের সৌজন্যে

বাহুবলীকে কেন মেরেছিল কাটাপ্পা, শুধু এই প্রশ্নের উত্তর জানতেই এত ভিড়! বছর দু’য়েক ধরে চলতে থাকা অন্যতম ‘গুরুত্বপূর্ণ’ এই প্রশ্নের উত্তর পেতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামিকালই মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। খুব স্বাভাবিক ভাবেই বাহুবলী-জ্বরে আক্রান্ত গোটা দেশ। তারই কিছুটা নমুনা দেখল হায়দরাবাদ।

Advertisement

হাতে তখনও দু’দিন বাকি। তার আগে, বুধবার থেকেই অগ্রিম টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ালেন বাহুবলী প্রেমিকরা। সম্প্রতি হায়দরাবাদের নেকলেস রোডের একটি সিনেমা হলের সামনের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, প্রসাদ’স আইম্যাক্স থিয়েটার নামের ওই হলটির সামনে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন পড়েছে। শুধু তাই নয়, ভিডিওটি রেকর্ড করা হয়েছে সকাল ৭টার সময়!

দেখুন সেই ভিডিও

Advertisement

আরও পড়ুন: মুক্তির আগেই প্রথম উইকেন্ডের টিকিট শেষ ‘বাহুবলী’র

সামনেই শনি, রবি— ছুটির দিন। সঙ্গে উপরি পাওনা হিসাবে যুক্ত হয়েছে সোমবারও। ওই দিন মে দিবস। ফলে টানা তিন দিনের ছুটিতে হলমুখো হবেনই দর্শক। সুতরাং দিনের দিন টিকিট পেতে সমস্যা হতে পারে। তাই টিকিট পাওয়া সুনিশ্চিত করতেই সাত সকালে এমন লম্বা লাইনে দাঁড়িয়েছেন বাহুবলী ফ্যানরা।

হায়দরাবাদে বেশির ভাগ হলেই বাহুবলীর টিকিটের নূন্যতম দাম ২৫০ টাকা। তবে অনেকেই মনে করছেন, টিকিটের চাহিদা বাড়লে ৬০০ টাকা পর্যন্তও দাম বাড়ানো হতে পারে। আশঙ্কা কালো বাজারে ১০০০-৪০০০ টাকা পর্যন্তও নাকি চড়তে পারে একটি টিকিটের দাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন